রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠআর শতবর্ষ উপলক্ষে স্মারক কয়েন এবং ডাকটিকিটের উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০০ টাকার নতুন স্মারক কয়েন এবং ডাকটিকিট এদিন উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এই প্রথম ভারতীয় মুদ্রায় ভারতমাতা এবং স্বয়ংসেবকরা স্থান পেলেন।
বুধবার নয়াদিল্লির অম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোদী। আরএসএসের শতবর্ষ উদযাপন কর্মসূচিতে বিশেষ স্মারক কয়েন ও ডাকটিকিটের উন্মোচন করেন তিনি। ভারত গঠনে সঙ্ঘের অবদানের কথা তুলে ধরেন। এক্স হ্যান্ডলে পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘সঙ্ঘের শতবর্ষ উদযাপনে বিশেষ ডাকটিকিট এবং স্মারক মুদ্রা প্রকাশ করতে পেরে আমি অত্যন্ত গর্বিত।’
Advertisement
১০০ টাকার ওই স্মারক কয়েনের এক দিকে রয়েছে জাতীয় স্তম্ভ, অন্য দিকে রয়েছে সিংহবাহিনী ভারতমাতা। আর তাঁর সামনে অভিবাদনরত তিন স্বয়ংসেবক। ১০০ বছর আগে কেশব বলিরাম হেডগেওয়ারের আরএসএসের প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে মোদী তাঁর বক্তৃতায় বলেন, ‘এটি কোনও কাকতালীয় ঘটনা ছিল না। ছিল হাজার হাজার বছরের প্রাচীন ভারতীয় ঐতিহ্যের পুনরুদ্ধারের প্রচেষ্টা। যেখানে জাতীয় চেতনা পরিবর্তিত সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন রূপে প্রকাশিত হয়েছে।’ আরএসএস জাতীয় চেতনার এক পবিত্র প্রতীক বলে জানান মোদী।
Advertisement
Advertisement



