• facebook
  • twitter
Monday, 15 December, 2025

মহাকুম্ভে সাধুর উপর প্রাণঘাতী হামলা, তুমুল চাঞ্চল্য

বৃহস্পতিবার রাতে কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর কল্যাণী নন্দ গিরি ওরফে ছোট মাকে ছুরি দিয়ে হত্যার চেষ্টা করেছে কয়েকজন যুবক।

মহাকুম্ভে সাধুর উপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল। বৃহস্পতিবার রাতে কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর কল্যাণী নন্দ গিরি ওরফে ছোট মাকে ছুরি দিয়ে হত্যার চেষ্টা করেছে কয়েকজন যুবক। তাঁকে বাঁচাতে গিয়ে চার শিষ্যও গুরুতর আহত হন। ঘটনাটি মেলা এলাকার ১৬ নম্বর সেক্টরে ঘটেছে বলে জানা গিয়েছে। আহতদের মেলার কেন্দ্রীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বেইলি হাসপাতালে রেফার করা হয়েছে। হামলার পেছনের কারণ এখনও স্পষ্ট নয়। প্রাণঘাতী এই হামলার পেছনে আধিপত্যের লড়াই বলে ধারণা করা হচ্ছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর কল্যাণী নন্দ গিরি শিষ্যদের নিয়ে গাড়িতে করে ক্যাম্পে ফিরছিলেন। পথে ১৬ নম্বর সেক্টরের কাছে আশীর্বাদ চাওয়ার অজুহাতে গাড়ি থামায় কয়েকজন যুবক। গাড়ি থামার সঙ্গে সঙ্গে প্রথম দুই যুবক এসে তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নেন। এরপর হঠাৎই ছুরি নিয়ে হামলা চালায় কয়েকজন যুবক। কল্যাণী নন্দ গিরির চিৎকার শুনে তাঁর শিষ্যরা উপস্থিত হন। হামলাকারীরা তাঁদের উপরও ছুরি দিয়ে হামলা চালায়।

Advertisement

এই হামলায় কল্যাণী নন্দ গিরি ছাড়াও রাধিকা ও নিশা-সহ চার শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ বাহিনী সেখানে পৌঁছায়। তবে ততক্ষণে হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। আহতদের সবাইকে কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের অ্যাম্বুল্যান্সে করে বেইলি হাসপাতালে পাঠানো হয়। কল্যাণী নন্দ গিরির উপর প্রাণঘাতী হামলার খবর পাওয়া মাত্রই সেন্ট্রাল হাসপাতালে পৌঁছে যান কিন্নর আখড়ার প্রচুর শিষ্য।

Advertisement

অন্নক্ষেত্র মহাকুব থানার ইনচার্জ শম্ভু সিং জানিয়েছেন, কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বরের গাড়ি থামিয়ে ছুরি হামলার খবর পাওয়া গিয়েছে। পুলিশের দল সেখানে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত হামলাকারীদের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement