• facebook
  • twitter
Saturday, 19 July, 2025

৪ মাস পরেও আর্থিক সাহায্য পায়নি মহাকুম্ভে পদপিষ্টে মৃতদের পরিবার

দুই বিচারপতির বেঞ্চ জানায়, আর্থিক সাহায্যের ঘোষণা করা হলে সেটা সময়মতো নিহতদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া সরকারেরই কর্তব্য।

ফাইল চিত্র

মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় মৃতদের পরিবার এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও আর্থিক সাহায্য পায়নি। এই ইস্যুতে এলাহাবাদ হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। গত ২৯ জানুয়ারি মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা ঘটেছিল। এই ঘটনায় বহু পূণ্যার্থীর মৃত্যু হয়েছিল। পরে উত্তরপ্রদেশ সরকার মৃতদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্যের ঘোষণা করে। কিন্তু চারমাস পেরিয়ে গেলেও সেই টাকা মৃতদের পরিবারের সদস্যরা পাননি। এই নিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন এক ব্যক্তি। সেই মামলার শুনানি চলাকালীন সরকারি আইনজীবীকে ভর্ৎসনা করতে দেখা যায় বিচারপতিদের। ১৮ জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

মামলাকারীর নাম উদয় প্রতাপ সিং। গত শুক্রবার এলাহাবাদ হাইকোর্টে তাঁর করা মামলার শুনানি ছিল। বিচারপতি সৌমিত্র দয়াল সিং এবং বিচারপতি সন্দীপ জৈনের অবকাশকালীন বেঞ্চে মামলাটি ওঠে। শুনানি চলাকালীন বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করে দুই বিচারপতির বেঞ্চ জানায়, আর্থিক সাহায্যের ঘোষণা করা হলে সেটা সময়মতো নিহতদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া সরকারেরই কর্তব্য।

জানা গিয়েছে, পদপিষ্টের ঘটনায় মৃত উদয়ের স্ত্রীয়ের মৃতদের গত ৫ ফেব্রুয়ারি তাঁর ছেলের হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু দেহের কোনও ময়নাতদন্ত হয়নি। পরে বিহারে নিয়ে গিয়ে দেহের ময়নাতদন্তের পর অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেন পরিবারের সদস্যরা। সেই ঘটনার ৪ মাস পেরিয়ে গেলেও আর্থিক সাহায্যের টাকা প্রদান করা হয়নি। এ বিষয়ে দুই বিচারপতি বক্তব্য, প্রাথমিক দৃষ্টিতে মনে হচ্ছে সরকার নাগরিকদের প্রতি উদাসীন। সরকার নিজের কর্তব্য ও দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এর পাশাপাশি কুম্ভমেলার ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলে দুই বিচারপতির বেঞ্চ।

মামলার শুনানি শেষে রাজ্য সরকারকে একটি হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্টে। সেই হলফনামায় কুম্ভমেলা সংক্রান্ত দুর্ঘটনায় হতাহতের সংখ্যা, আর্থিক সাহায্যের দাবির জন্য আবেদনের সংখ্যা ও ক্ষতিগ্রস্তদের ন্যূনতম বিবরণ উল্লেখ করতে বলা হয়েছে। ১৮ জুলাই মামলার পরবর্তী শুনানিতে এই হলফনামা জমা দেবে সরকারি আইনজীবী।