মহাকুম্ভে তাঁবু সরবরাহকারী সংস্থার গুদামে বিধ্বংসী আগুন লাগল। শনিবার সকালে লালু অ্যান্ড সন্স নামে প্রয়াগরাজের ওই সংস্থার গোডাউনে আগুন লেগে যায়। শুকনো বাঁশ, ত্রিপল, দড়ি এবং অন্যান্য কাপড় থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোডাউনে। বিস্তীর্ণ এলাকাজুড়ে কালো ধোয়া দেখা যাচ্ছিল। প্রসঙ্গত, এবার মহাকুম্ভ মেলাতেও বেশ কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। তবে অগ্নিকাণ্ডের জেরে বড় ক্ষতির মুখে পড়েছে সংস্থাটি। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। প্রয়াগরাজের লালু অ্যান্ড সন্স ওয়্যারহাউস দীর্ঘ কয়েক দশক ধরে কুম্ভ এবং মাঘ মেলার সরঞ্জাম সরবরাহের কাজ করছে।