• facebook
  • twitter
Monday, 12 January, 2026

বাঘাযতীন স্টেশনে ভয়াবহ আগুন

সোমবার সকালে বাঘাযতীন রেলস্টেশনে প্ল্যাটফর্মের উপর অস্থায়ী দোকানে আগুন লাগে

সপ্তাহের প্রথম দিনে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার সকালে বাঘাযতীন রেলস্টেশনে প্ল্যাটফর্মের উপর অস্থায়ী দোকানে আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে দীর্ঘক্ষণ শিয়ালদহের দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকে। ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।

এদিন ভোর ৬টার পরে বাঘাযতীন স্টেশনের একটি কাপড়ের দোকানে আগুন লেগে যায়। আগুনে দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা আরও দোকানগুলিতে। ভয়াবহ আকার ধারণ করে আগুন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
দমকলবাহিনী ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার ফলে দোকানের প্রায় সর্বস্ব পুড়ে ছাই হয়ে গিয়েছে। বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে দোকানের মালিকের। আগুন লাগার পরে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল স্টেশন চত্বর। একারণে দক্ষিণ শাখায় দীর্ঘক্ষণ রেল চলাচল ব্যাহত হয়েছিল।

Advertisement

বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকে একাধিক ট্রেন। আগুন নেভানোর পরে ধীরে ধীরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। অগ্নিকাণ্ডের জেরে কোনও হতাহতের খবর নেই। তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকলবাহিনী। রেল কর্তৃপক্ষ ও দমকল বিষয়টির তদন্তে নেমেছে।

Advertisement

Advertisement