• facebook
  • twitter
Monday, 22 December, 2025

নৈশক্লাবের জমির মালিকের বিরুদ্ধে ব্লু কর্নার নোটিসের পথে সিবিআই

পুলিশ জানিয়েছে, নৈশক্লাবটি যে জমিতে তৈরি হয়েছিল, তার আসল মালিক প্রদীপ আমোনকার। ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে আমোনকার ও সুরিন্দরের মধ্যে আইনি বিরোধ চলছে।

নতুন মোড় গোয়ার বাগা সমুদ্রসৈকতে আরপোরার বহুল আলোচিত নৈশক্লাব বার্চ বাই রোমিও লেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়। ওই নৈশক্লাব যে জমিতে তৈরি হয়েছিল, তার লিজ-ধারক ও প্রকৃত নিয়ন্ত্রক সুরিন্দরকুমার খোসলার বিরুদ্ধে ইন্টারপোলের ব্লু কর্নার নোটিস জারির প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অগ্নিকাণ্ডের পরপরই দেশ ছেড়ে ব্রিটেনে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

সুরিন্দর ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। গোয়া পুলিশের দাবি, গত ৬ ডিসেম্বর মধ্যরাতে অগ্নিকাণ্ডের সময় তিনি গোয়াতেই ছিলেন। কিন্তু ঘটনার পরদিন, ৭ ডিসেম্বরই তড়িঘড়ি দেশ ছাড়েন তিনি। তদন্তের প্রাথমিক পর্যায়ে তাঁকে সমন পাঠানো হলেও তিনি হাজিরা এড়িয়ে যান। এরপর থেকেই তাঁর খোঁজ শুরু হয়। তদন্তকারীরা মনে করছেন, ব্লু কর্নার নোটিস জারি হলে সুরিন্দরের আন্তর্জাতিক গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে।

Advertisement

পুলিশ জানিয়েছে, নৈশক্লাবটি যে জমিতে তৈরি হয়েছিল, তার আসল মালিক প্রদীপ আমোনকার। ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে আমোনকার ও সুরিন্দরের মধ্যে আইনি বিরোধ চলছে। সেই আইনি জটিলতা সত্ত্বেও কীভাবে সৌরভ ও গৌরব লুথরাদের ওই জমিতে নৈশক্লাব তৈরির অনুমতি দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের পর থেকেই ক্লাবের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। পুলিশ ও দমকল দপ্তর স্পষ্ট জানিয়েছে, ক্লাবে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এই ঘটনায় এখনও পর্যন্ত আট জনকে গ্রেপ্তার করেছে গোয়া পুলিশ।

Advertisement

Advertisement