• facebook
  • twitter
Wednesday, 31 December, 2025

২০২৫ সালে ভালো থাকার ছোট ছোট গল্পে ভারতের প্রাপ্তি

ইসরোর একাধিক সফল উৎক্ষেপণ এবং গগনযান প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি দেশকে আবারও বিশ্বের দরবারে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দৃঢ় অবস্থানে নিয়ে গিয়েছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ফেলে আসা বছরের শেষে পিছনের দিকে ফিরে তাকালে দেখা যায়, ২০২৫ সাল শুধু সঙ্কট, দুর্ঘটনা বা দুঃসংবাদের জন্য নয়—ভারতের জন্য এনে দিয়েছে একাধিক খুশির মুহূর্তও। রাজনৈতিক টানাপোড়েন, প্রাকৃতিক দুর্যোগ ও বহু অস্থিরতার মাঝেও নানা ক্ষেত্রে দেশের অগ্রগতি ও সাফল্য সাধারণ মানুষের মনে আশার আলো জ্বালিয়েছে।

ক্রীড়াক্ষেত্রে ২০২৫ ছিল ভারতের জন্য গর্বের বছর। আন্তর্জাতিক মঞ্চে ক্রিকেট, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স ও অন্যান্য খেলায় ভারতীয় ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্য দেশবাসীর মুখে হাসি ফিরিয়েছে। ক্রিকেটে দেশকে বিশ্বকাপ উপহার দিয়েছে ভারতের মেয়েরা। তরুণ খেলোয়াড়দের উত্থান ভবিষ্যতের জন্য আশাবাদী করেছে ক্রীড়ামহলকে। ভারতীয় পুরুষ ক্রিকেট দল ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জিতে দেশকে গর্বিত করেছে। ক্রিকেট ছাড়াও অ্যাথলেটিক্স ও ব্যাডমিন্টনে একাধিক স্মরণীয় জয় লাভ করেছে ভারত।

Advertisement

মহাকাশ গবেষণায়ও ভারতের অগ্রগতি নজর কেড়েছে। ইসরোর একাধিক সফল উৎক্ষেপণ এবং গগনযান প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি দেশকে আবারও বিশ্বের দরবারে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দৃঢ় অবস্থানে নিয়ে গিয়েছে। মহাকাশ গবেষণায় আত্মনির্ভরতার পথে এগোনো ভারতের অন্যতম বড় প্রাপ্তি হিসেবে ধরা হচ্ছে।

Advertisement

অর্থনৈতিক ক্ষেত্রেও ২০২৫ সাল ছিল তুলনামূলকভাবে স্থিতিশীল। বিশ্ববাজারের অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনীতি বড় ধাক্কা সামলে এগিয়ে গিয়েছে। শিল্প ও পরিষেবা ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাওয়ায় শহর ও মফস্বল— উভয় ক্ষেত্রেই কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।

পরিকাঠামো উন্নয়নে বছরজুড়েই ছিল গতি। নতুন এক্সপ্রেসওয়ে, রেললাইন, মেট্রোরেল প্রকল্প ও বন্দর উন্নয়নের ফলে যোগাযোগ ব্যবস্থায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। ডিজিটাল ইন্ডিয়ার প্রসারের সঙ্গে সঙ্গে অনলাইন পরিষেবা, ডিজিটাল পেমেন্ট ও ই-গভর্ন্যান্স আরও সহজলভ্য হওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন অনেকটাই সহজ হয়েছে।

স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রেও একাধিক নতুন উদ্যোগ নজর কেড়েছে। সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের সংখ্যা বাড়ানোর পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ দেশের ভবিষ্যৎ অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা দিয়েছে।

সব মিলিয়ে, নানা প্রতিকূলতার মধ্যেও ২০২৫ সাল ভারতের জন্য একাধিক আনন্দের খবর নিয়ে এসেছে। বছরের শেষে দাঁড়িয়ে সেই সাফল্যগুলিই আগামী দিনের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাচ্ছে।

Advertisement