নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবে মুখর সারা বিশ্ব। মেতে উঠতে তৈরি গোটা বিশ্ব। সেই সঙ্গে বলতে দ্বিধা নেই ২০২৫ সালটা খেলার মাঠে ভারতের নারীর জাগরণ। ভারতের মহিলা ক্রিকেটে অবিস্মরণীয় হয়ে থেকে যাবে ২০২৫ সালটা। বিশ্বজয় করেছে হরমনপ্রীত কৌরের ভারতীয় দল।
দিনটা ২০২৫ সালের ২ নভেম্বর। ভারতের আকাশে নতুন ভোরের সূর্যোদয়।ক্রিকেটের সূর্যোদয়। একদিনের মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটে ভারত চ্যাম্পিয়ন। ভারতের মেয়েরা নতুন ইতিহাস রচনা করলেন। বিশ্বকাপ এল হরমনপ্রীত কৌরদের হাত ধরে। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ভারতের মেয়েরা অভাবনীয় জয় দেশবাসীকে উপহার দিলেন। ফাইনালে ভারতের শেফালি বর্মার দুরন্ত ৮৭, স্মৃতি মান্ধানার ৪৫ ও দীপ্তি শর্মার লড়াকু ৫৮ রানে ২৯৯-এ পৌঁছয় ভারতের স্কোর। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। একা কুম্ভর মত লড়ে যান অধিনায়ক উলভার্ট। ১০১ রানে দীপ্তি শর্মার দুর্দান্ত ক্যাচে আউট আমনজ্যোৎ কৌর। সেটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ২৪৬ রানে শেষ দক্ষিণ আফ্রিকার ইনিংস।
Advertisement
নজর কাড়লেন শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ। উইকেটের পিছনে কিন্তু ধোনির মতই শান্ত। অন্যতম কারিগর। একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি মারার বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছেন ভারতীয় দলের বাঙালি ক্রিকেটার। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেতাবের পর এবার রিচার মুঠোয় একদিনের বিশ্বকাপও। বিশ্বজয়ের পর রাজকীয় সম্মান দিয়ে বাংলার মেয়েকে ফেরানো হল শিলিগুড়ির বাড়িতে। ডিএসপি পদে চাকরি পেলেন।
Advertisement
জেমির অবিশ্বাস্য ব্যাটিং।. রাতারাতি সেই মেয়েই ভারতীয় ক্রিকেটের পোস্টার গার্ল হয়ে গেলেন জেমিমা। ভারতের মেয়েদের ক্রিকেটে রূপকথার কাহিনীতে স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মাদের নাম উজ্জ্বল হয়ে উঠছে।
Advertisement



