মান কমল ভারতীয় পাসপোর্টের। অন্যদিকে মার্কিন পাসপোর্টও শক্তি খুইয়েছে। বুধবার ২০২৫ সালের ‘হেনলি পাসপোর্ট সূচক’ প্রকাশিত হয়েছে। সূচক অনুযায়ী, আন্তর্জাতিক প্রেক্ষাপটে আরও খানিকটা পিছিয়ে গেল ভারতীয় পাসপোর্ট। ৮৫তম স্থানে রয়েছে ভারত সরকারের দেওয়া পাসপোর্ট। বিশ্বের শক্তিশালি পাসপোর্টের তালিকায় প্রথম ১০-এর মধ্যে নেই আমেরিকা। গত বছর পাঁচটি দেশের সঙ্গে যৌথভাবে ৮০তম স্থানে ছিল ভারতীয় পাসপোর্ট। এ বছর স্থান হল ৮৫-তে। প্রথম স্থানে রয়েছে ফ্রান্সের পাসপোর্ট। আর ১২ নম্বরে অবস্থান করছে আমেরিকা।
বিদেশ ভ্রমণের জন্য ভিসার দরকার। বিশ্বের বিভিন্ন দেশ বিনা ভিসায় কতগুলি দেশে ভ্রমণের অনুমতি দেয়, তার উপর নির্ভর করে পাসপোর্ট সূচক তৈরি হয়। এই তালিকা অনুসারে ভারতীয়েরা ভিসা ছাড়া ৫৭টি দেশে ভ্রমণ করতে পারবেন। গত বছর এই তালিকায় ছিল ৬২টি দেশ। এই বছরের ‘হেনলি পাসপোর্ট সূচক’ তালিকায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশ হল সিঙ্গাপুর। ১৯৩টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণের সুবিধা পাবেন সেখানকার নাগরিকরা। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। ১৯০টি দেশে ভ্রমণের সুযোগ পাওয়া যাবে। ১৮৯টি দেশে ভ্রমণের সুযোগ-সহ তৃতীয় স্থানে রয়েছে জাপান।
Advertisement
চতুর্থ স্থানে রয়েছে জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, স্পেন এবং সুইৎজারল্যান্ড। ১৮৮টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণের সুযোগ রয়েছে এই সব দেশের। অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস রয়েছে পঞ্চম স্থানে। ওই দেশগুলির পাসপোর্টধারীরা ১৮৭টি দেশে ভিসা-মুক্ত ভ্রমণের সুযোগ পাবেন। বস্তুত, বিশ্বের শক্তিশালী পাসপোর্টের প্রথম দশের তালিকায় নেই আমেরিকা। মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে ১২ নম্বরে অবস্থান করছে ট্রাম্পের দেশ। ভিসা ছাড়া মার্কিন নাগরিকরা ভ্রমণ করতে পারেন ১৮০টিতে। ডোনাল্ড ট্রাম্পের জমানায় মার্কিন পাসপোর্ট শক্তি খুইয়েছে বলে হেনলি পাসপোর্ট সূচকের রিপোর্ট জানাচ্ছে।
Advertisement
Advertisement



