ভুবনেশ্বর, ১৭ জানুয়ারি – পুরী নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ। বছরে অন্তত একবার হলেও পুরী যেতেই হবে। আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন ঘিরে দেশ জুড়ে সাজো সাজো রব। তার আগে জগন্নাথদেবের মন্দিরেও বুধবার মহা ধুমধাম। নতুন করে সেজে উঠেছে পুরীর জগন্নাথ মন্দির। তার আগে শুক্রবার থেকেই নানা অনুষ্ঠান শুরু হয়েছে পুরীতে। এদিন দুপুরে গজপতি দিব্যসিংহ দেব ১০৮ জন ব্রাহ্মণকে পবিত্র পান হাতে তুলে দেন। নবীন পট্টনায়ক সরকারের ‘শ্রী মন্দির পরিক্রমা প্রকল্প’ -এর এই উদ্বোধনে সামিল হন দেশ-বিদেশের ভক্তরা। পুজোপাট, যজ্ঞ চলে দিনভর। নিজের হাতে নতুন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জগন্নাথ মন্দির পরিক্রমা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ১৭ জানুয়ারি রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করেন। এদিন রাজ্যের সমস্ত সরকারি অফিস এবং স্কুল-কলেজ বন্ধ ছিল ।
Advertisement
Advertisement



