ইয়েতির সন্ধানে : হিমালয়ে ইয়েতির পদচিহ্ন পাওয়া গেছে বলে ভারতীয় সেনার দাবি

ভারতীয় সেনা সোমবার দাবি করে যে তাঁরা ইয়েতির অস্তিত্বর সন্ধান পেয়েছে। নেপালের মাকালু বেস ক্যাম্পের কাছে ‘রহস্যজনক পদচিহ্ন’ আবিস্কার করেন তাঁরা। তাকেই ইয়েতির পদচিহ্ন বলে দাবি করছে ভারতীয় সেনা। ট্যুইটারে কিছু ছবি পোস্ট করে সেনার তরফ থেকে জানানো হয় যে তাঁদের পর্বতারোহণের অভিযান দল এই ইয়েতির পদচিহ্ন আবিষ্কার করে ৯-ই এপ্রিল, যার পরিমাপ ৩২×১৫ ইঞ্চি।

Written by SNS New Delhi | April 30, 2019 9:04 am

ভারতীয় সেনার ট্যুইটারে পোস্ট করা ইয়েতির পদচিহ্নের ছবি। (Photo: Twitter@adgpi)

ভারতীয় সেনা সোমবার দাবি করে যে তাঁরা ইয়েতির অস্তিত্বর সন্ধান পেয়েছে। নেপালের মাকালু বেস ক্যাম্পের কাছে ‘রহস্যজনক পদচিহ্ন’ আবিস্কার করেন তাঁরা। তাকেই ইয়েতির পদচিহ্ন বলে দাবি করছে ভারতীয় সেনা। ট্যুইটারে কিছু ছবি পোস্ট করে সেনার তরফ থেকে জানানো হয় যে তাঁদের পর্বতারোহণের অভিযান দল এই ইয়েতির পদচিহ্ন আবিষ্কার করে ৯-ই এপ্রিল, যার পরিমাপ ৩২×১৫ ইঞ্চি।

সেনা তাঁদের ট্যুইটে এও জানায় যে পূর্বে এই তুষারমানব দেখতে পাওয়া গিয়েছিল কেবলমাত্র মাকালু-বারুন ন্যাশনাল পার্কে।

সেনা তাঁদের পর্বতারোহণের অভিযান দলের ছবিও পোস্ট করেন যারা ইয়েতির পদচিহ্ন আবিষ্কার করে।

যে ছবি গুলো সেনার তরফ থেকে ট্যুইট করা হয়েছে তাতে বরফে ঢাকা এই ন্যাশনাল পার্কে ইয়েতির এক পায়ের ছাপ-ই দেখতে পাওয়া যাচ্ছে।

স্থানীয় লোককাহিনী অনুযায়ী ইয়েতি হল এক ধরনের নর-বানর জাতীয় জীব, যে হিমালয় অঞ্চলে ঘোরাফেরা করে। আজ পর্যন্ত অনেকেই ইয়েতি দেখার দাবি করে থাকলেও প্রমাণ কেউ দিতে পারেনি। বাস্তবে ইয়েতির অস্তিত্ব নিয়ে প্রশ্ন থাকলেও ইয়েতির জনপ্রিয়তা কোনও অংশে কম হয়নি।

ইয়েতি শব্দটি প্রথম ব্যবহার করেন এক ব্রিটিশ অভিযাত্রি। ইয়েতি শব্দের অর্থ ‘পাথুরে ভাল্লুক’।

নানান লোককথা, গল্প-কাহিনি, চল্লচিত্র, গান ইত্যাদির মধ্যে ইয়েতির উল্লেখ পাওয়া যায়। যেমন হার্জ-এর ‘তিব্বতে টিনটিন’, নারায়ন গঙ্গোপাধ্যায়ের ‘টেনিদা আর ইয়েতি’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ অবলম্বনে সৃজিত মুখপাধায় পরিচালিত ‘ইয়েতি অভিযান’।

বিজ্ঞানীরা সবসময়ই ইয়েতির অস্তিত্বকে অস্বীকার করে এসেছে। তারা এই সব প্রমাণ ও ইয়েতি দেখতে পাওয়াকে, পাহাড়ি বাল্লুক বা অন্য কোন পশুর সঙ্গে গুলিয়ে ফেলা বলে দাবি করেছে।

ট্যুইটারে সেনার ইয়েতি সংক্রান্ত পোস্টটি আকর্ষিত করেছে সকলকে যে ‘ইয়েতি’ হয়ে উঠেছে ‘টপ ট্রেন্ডিং টপিক্’। অনেকে সেনার প্রশংসা করছে তো কিছু মানুষে তাঁদের ট্রোলও করছে।

বিজেপির সাংসদ তরুণ বিজয় ট্যুইটে ভারতীয় সেনাকে অভিনন্দন দিয়ে জানায় তার কতটা গর্বিত আর ইয়েতিকে পশু না বলে তুষারমানব বলতে অনুরোধ করে।