চিনা সীমান্তে মােতায়েন ২ লক্ষ ভারতীয় সেনা

চিন সীমান্তে ভারত আরও ৫০ হাজার সেনা মােতায়েন করেছে। সব মিলিয়ে ২ লক্ষ ভারতীয় সেনা মােতায়েন রয়েছে চিন সীমান্তে, যা গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি।

Written by SNS New Delhi | July 1, 2021 7:52 pm

প্রতীকী ছবি (File Photo: IANS)

চিন সীমান্তে ভারত আরও ৫০ হাজার সেনা মােতায়েন করেছে। সব মিলিয়ে ২ লক্ষ ভারতীয় সেনা মােতায়েন রয়েছে চিন সীমান্তে, যা গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি। সংবাদ সংস্থা ব্লুমবার্গ এ খবর জানিয়েছে। 

গত বছর লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চিনা সেনার মধ্যে সংঘর্ষের পর থেকেই সীমান্তে উত্তাপ বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই দেশ আলােচনা চালাচ্ছে। 

চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানিয়েছেন, দু’দেশের সীমান্তবর্তী এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আলােচনা চলছে পরিস্থিতি স্বাভাকি করতে। 

উল্লেখ্য, ১১ ফেব্রুয়ারি তােলা একটি উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, ভারতীয় এবং চিনা ফৌজ মুখােমুখি অবস্থানে ছিল। কোথাও দু’পক্ষের মধ্যে দূরত্ব ছিল ১৫০ মিটার, কোথাও বা আরও কম। প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায় দু’পক্ষের তাঁবু এবং বাঙ্কারের ছবি ধরা পড়েছে উপগ্রহ চিত্রে।