মুক্তিযুদ্ধে শহিদ ভারতীয় সেনাদের স্মরণে স্মৃতিস্তম্ভ হচ্ছে বাংলাদেশে

একাত্তরের মুক্তিযুদ্ধে শহিদ ভারতীয় সেনাদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

Written by Basudeb Dhar Dhaka | March 8, 2021 1:36 pm

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (File Photo: IANS/PIB)

একাত্তরের মুক্তিযুদ্ধে শহিদ ভারতীয় সেনাদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার স্বাধীনতার সুজয়ন্তী উপলক্ষে এ স্তম্ভ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনা নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিকে দিয়ে যৌথভাবে এর ভিত্তিফলক উন্মােচন করানাে যায় কি না সেজন্য চেষ্টা চলছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মােজাম্মেল হক

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে দশ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়ােজন করছে সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির সেই কর্মসূচিতে যােগ দেয়ার কথা রয়েছে

এসময় এ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনা করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি যেন যৌথভাবে এ ভিত্তিফলক উন্মােচন করতে পারেন, সেই চেষ্টাই আমরা করছি

তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি তাই এখনও সুনির্দিষ্ট কিছু যায় না তবে আমাদের একটা প্রকল্প আছে, বাংলাদেশের মিত্র বাহিনীর যে সদস্যরা এ দেশে জীবন দিয়েছেন, তাদের স্মরণে একটা স্মৃতিস্তম্ভ করা এই প্রকল্প ইতােমধ্যে পাস হয়ে গেছে সেটা হতে পারে যে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য আমরা যৌথভাবে আমাদের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রীকে আহ্বান জানাতে পারি

এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি, আলােচনা চলছে, তবে সম্ভানা আছে মােজাম্মেল হক বলেন, ভারতীয় সেনাবাহিন্নীর যারা এদেশে জীবন দিয়েছেন মিত্র বাহিনীর সদস্য হিসেবে, ইতােমধ্যে তাদের সম্মাননায় প্রধানমন্ত্রী কয়েক বছর আগে ভারত সফর করে নিজ হাতে সম্মাননা হিসেবে কিছু দিয়েছেন বাকিগুলাে আর দেয়া যায়নি

এরপর করােনাভাইরাসের কারণে এক বছর ধরে এসব সম্মাননা আমাদের কাছে জমা পড়ে আছে তিনি বলেন, আমাদের মিশনের মাধ্যমে সেগুলাে দেয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত রাখা আছে বৈশ্বিক অবস্থা ঠিক হলে সেগুলাে দেয়া হবে করােনাভাইরাসের এই পরিস্থিতিতে ভারতও সেগুলাে এখন নিতে আগ্রহী না। ভারতের বিভিন্ন অঞ্চল থেকে এসে সেগুলাে এখন নেয়া সম্ভব না পরিবেশ যখন অনুকূলে আসবে, তখন সেগুলাে পৌঁছে দেয়া হবে