বাংলাদেশে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ছে

বাংলাদেশে রোগী ও করোনায় মৃত্যু, নতুন পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ছয়জনের মৃত্যু হয়েছে।

Written by বাসুদেব ধর Dhaka | January 5, 2022 10:55 pm

বাংলাদেশে রোগী ও করোনায় মৃত্যু, নতুন পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) করোনায় আক্রান্ত ছয়জনের মৃত্যু হয়েছে।

নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭৭৫ জন।আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগের দিন করোনায় চারজনের মৃত্যু হয়েছিল। নতুন রোগী শনাক্ত হয়েছিলেন ৬৭৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ১৯ হাজার ৮৩৮ জনের নমুনা পরীক্ষা করা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ৯১ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ।