দাপট দেখিয়ে একলাফে ২৩ শতাংশ বৃদ্ধি করোনার, একদিনে মৃত্যু ৫৭ জনের

করোনার প্রকোপ তো চলছেই তারই মধ্যে মাক্সিপক্স নিয়ে সতর্কতা জারি করেছে হু। অপরদিকে করোনা সংক্রমনের দাপট লাগাতার ঊর্ধ্বমুখী হচ্ছে।

Written by SNS Delhi | July 27, 2022 10:20 pm

করোনা তো চলছেই তারই মধ্যে মাক্সিপক্স নিয়ে সতর্কতা জারি করেছে হু। অন্যদিকে করোনার দাপট লাগাতার উর্ধমুখী। দিন দুয়েক দৈনিক সংক্রমণ সামান্য কমলেও গত ২৪ ঘণ্টায় ফের তা একলাফে বাড়ল ২৩ শতাংশ।

তবে সাময়িক স্বস্তি দিচ্ছে নিম্নমুখী অ্যাকটিভ কেস। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৮,৩১৩ জন।

যা গতকালের তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি। দেশের মোট করোনা সংক্রমিত ৪ কোটি ৩৯ লক্ষ ৩৮ হাজারেরও বেশি।

সংক্রমণ বাড়লেও অবশ্য গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ৪৫ হাজার ২৬ জন। গোটা দেশে আক্টিভ কেসের হার ০.৩৩ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৭ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ১৬৭।

তবে এসবের মাঝে মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরাই।

পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩২ লক্ষ ৬৭ হাজার ৫৭১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২০,৭৪২ জন। সুস্থতার হার ৯৮.৪৭ শতাংশ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে প্রায় ২০২ কোটি ৭৯ লক্ষেরও বেশি।

গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ২৭ লক্ষ। ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ বিনামূল্যে দেওয়ায় টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে বলেই খবর।

টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৪ লক্ষ ২৫ হাজার ৩৩৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে।