পহেলগামে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের আরও অবনতি হতে শুরু করেছে। এই ঘটনার প্রতিবাদে পাকিস্তানের নাগরিকদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। সময়সীমা বেঁধে দিয়ে সেই সব পাকিস্তানের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ও শনিবার মিলিয়ে মোট ২৭২ জন পাকিস্তানি নাগরিক অটারী–ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছেড়েছেন। অপরদিকে ওই একই সময়ের মধ্যে সেই জায়গা দিয়ে ৬২৯ জন নাগরিক পাকিস্তান থেকে ভারতে ফিরেছেন। এর মধ্যে ১৩ জন কূটনীতিক ও আধিকারিক রয়েছেন।
গত মঙ্গলবার পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এরপরেই পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি কড়া পদক্ষেপের কথা ঘোষণা করে ভারত সরকার। তার মধ্যে উল্লেখযোগ্য হল সিন্ধু জলচুক্তি স্থগিতের মতো সিদ্ধান্ত। পাশাপাশি, স্বল্পমেয়াদি ভিসায় ভারতে আসা পাকিস্তানের নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মোট ১২ রকমের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত। সেগুলি হল, ভিসা অন অ্যারাইভাল, বাণিজ্য, চলচ্চিত্র, সাংবাদিক, ট্রানজিট, সম্মেলন, পর্বতারোহণ, পড়ুয়া, ভিজিটর, পর্যটকের দল, তীর্থযাত্রী, তীর্থযাত্রীর দল।শনিবারই এই সকল ভিসার মেয়াদ শেষ করা হয়েছিল। মেডিক্যাল ভিসার মেয়াদ বেঁধে দেওয়া হয়ে ২৯ এপ্রিল পর্যন্ত।
জানা গিয়েছে, শুক্রবার অটারী-ওয়াঘা সীমান্ত দিয়ে ১৯১ জন পাকিস্তানের নাগরিক ভারত ছেড়েছেন। শনিবার ৮১ জন দেশ ছেড়েছে। শুক্রবার ওই সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে ভারতে ফিরেছেন ২৮৭ জন ভারতীয়। শনিবার ওই পথে এ দেশে এসেছেন ৩৪২ জন ভারতীয। বিমানে করেও কয়েকজন পাকিস্তানি নাগরিক ভারত ছেড়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে বিমান পরিষেবা বন্ধ রয়েছে। তাই তাঁরা অন্য দেশে গিয়েছেন বলে ধারণা প্রশাসনের।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভারতের রাজ্যগুলির মহারাষ্ট্রে সবচেয়ে বেশি পাকিস্তানি নাগরিক ছিলেন। সেই সংখ্যাটা প্রায় ১০০০। মহারাষ্ট্রে মোট প্রায় ৫,০৫০ জন পাকিস্তানের নাগরিক রয়েছেন। বেশির ভাগই দীর্ঘমেয়াদি ভিসায় রয়েছেন। তাই তাঁদের ভিসা বাতিল হয়নি। তবে ১০৭ জন পাকিস্তানি মহারাষ্ট্রের কোথায় রয়েছেন, তা নিয়ে কোনও তথ্য প্রশাসনের কাছে নেই। তেলাঙ্গানায় পাকিস্তানি নাগরিকের সংখ্যা ২০৮ জন। তাঁদের বেশিরভাগই রয়েছেন হায়দরাবাদে। ১৫৬ জন দীর্ঘমেয়াদি ভিসায় রয়েছেন। বাকিরা স্বল্পমেয়াদি ভিসায় ছিলেন। মধ্যপ্রদেশের পাকিস্তানির সংখ্যা ২২৮। তাঁদের মধ্যে বেশিরভাগই দেশ ছেড়ে চলে গিয়েছেন। ওড়িশায় পাকিস্তানি রয়েছেন ১২ জন। গোয়ায় রয়েছেন ৩ জন। গুজরাতে স্বল্পমেয়াদি ভিসায় রয়েছেন সাত জন। দীর্ঘমেয়াদি ভিসায় রয়েছেন ৪৩৮ জন।