• facebook
  • twitter
Friday, 5 December, 2025

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের ‘হিটম্যান’ রোহিত শর্মা

রোহিত শর্মা ইতিমধ্যে ৬৭টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন। তার মধ্যে রয়েছে ১২টি শতরান ও ১৮টি অর্ধ শতরান। তাঁর ব্যাট থেকে এসেছে ৪ হাজার ৩০১ রান।

প্রতিনিধিত্বমূলক চিত্র

মুম্বই— ভারতীয় ক্রিকেট দলের হিটম্যান রোহিত শর্মা আর টেস্ট ক্রিকেট খেলবেন না বলে ঘোষণা করে দিলেন। অর্থাৎ টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর নিলেন। ৩৮ বছর বয়সী ভারতীয় দলের ক্রিকেটার রোহিত টেস্ট না খেললেও একদিনের ক্রিকেটে অংশ নেবেন বলে জানিয়ে দিয়েছেন। বুধবার রোহিত শর্মা কোনওরকম সাংবাদিক বৈঠক ডাকেননি। তাই সাংবাদিকদের সঙ্গে সরাসরি অবসর নিয়ে কোনও কথাও বলতে চাননি। রোহিত শুধু ইন্সটাগ্রামে চার লাইনে একটি বিবৃতি দিয়ে বলেছেন, ‘আমি সবাইকে জানাতে চাই, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশের হয়ে খেলা আমার কাছে অত্যন্ত গর্বের। এতবছর ধরে এত ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তার জন্য সবাইকে ধন্যবাদ। তবে একদিনের ফরম্যাটে ভারতের হয়ে আমি খেলা চালিয়ে যাব।’

গত বছর অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে অধিনায়ক হিসেবে গেলেও প্রথম ও শেষ টেস্ট ম্যাচটি রোহিত শর্মা নেতৃত্ব দেননি। সেই জায়গায় যশপ্রীত বুমরা দলকে নেতৃত্ব দিয়েছিলেন। অবশ্য তার আগে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল হোয়াইট ওয়াশ হয়ে গিয়েছিল। আসলে বেশ কিছুদিন ধরে রোহিতের ব্যাট থেকে রান আসছিল না। সেই সময় সমালোচনার মুখে পড়তে হয়েছে রোহিত শর্মাকে। কিন্তু তাতে তিনি বিচলিত হননি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার আগে অবসরের ব্যাপারে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। এমনকি মানসিক দিক দিয়েও তিনি ভেঙে পড়েছিলেন। কিন্তু সেই মুহূর্তে অবসরের কথা কিছুই প্রকাশ করেননি। মানসিক দিক দিয়ে খেলা চালিয়ে যাওয়ার কথা লিখেছিলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ভারত জায়গা না পাওয়ায় রোহিত শর্মা খুবই কষ্ট পেয়েছিলেন। এমনকি অনেকেই ভাবতে শুরু করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর জায়গা নাও হতে পারে। কিন্তু নির্বাচকমণ্ডলী রোহিত শর্মার উপরেই ভরসা রেখেই দল গঠন করে। রোহিত শর্মা অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি সফল, তা তিনি দেখিয়ে দিয়েছিলেন। ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়।

Advertisement

বর্তমানে তিনি আইপিএল ক্রিকেটে মুম্বই দলের হয়ে খেলছেন। মুম্বইয়ের হয়ে তিনি খেললেও সেইভাবে নিজেকে বড় জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারেননি। আইপিএল চলাকালীন রোহিত শর্মা টেস্টকে বিদায় জানালেন।

Advertisement

আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের জন্য ভারতীয় দল কীভাবে দল গঠন করবে, এটা অবশ্য নির্ভর করছে বোর্ডের নির্বাচকমণ্ডলীর দিকে। কিন্তু তার আগেই রোহিত শর্মার অবসর অবশ্যই নির্বাচকমণ্ডলীর সদস্যদের কাছে চাপ সৃষ্টি হল। আগামী ইংল্যান্ড সফরে ভারতীয় দলকে কে নেতৃত্ব দেবেন, সেটা অবশ্যই ভাবার বিষয় হয়ে দাঁড়াল। সেখানে কি কোনও তরুণ খেলোয়াড়কে জায়গা দেওয়া হবে? তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

রোহিত শর্মা ইতিমধ্যে ৬৭টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন। তার মধ্যে রয়েছে ১২টি শতরান ও ১৮টি অর্ধ শতরান। তাঁর ব্যাট থেকে এসেছে ৪ হাজার ৩০১ রান। রোহিত শর্মা ২০২২ সালে ভারতীয় দলকে নেতৃত্ব দেন। তার আগে বিরাট কোহলি ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। রোহিত ১৪টি টেস্ট ম্যাচে অধিনায়কের ব্যাটনটা হাতে নিয়েছিলেন। তার মধ্যে ১২টি টেস্ট ম্যাচে জয় পেয়েছেন। ২০২৩ সালে বিশ্বকাপ ক্রিকেটে দেশের মাটিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেললেও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পারেননি। ফাইনালে অংশ নেওয়ার আগে প্রতিটি ম্যাচেই রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল জিতেছিল। ২০১০ সালে ভারতের মাটিতেই তাঁর প্রথম টেস্ট দলে ভারতীয় দলে জায়গা পেলেও চোটের কারণে খেলতে পারেননি ।

খেলাটি ছিল নাগপুরে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। ইডেন উদ্যানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়। এবং প্রথম ম্যাচেই তিনি শতরান করে সবার নজর কেড়ে নিয়েছিলেন। তিনি সবচেয়ে বেশি রান করেছেন একটি ইনিংসে। তা হল রাঁচিতে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ২০১৯ সালে। তাঁর ব্যাট থেকে এসেছিল ২১২ রান। তিনি প্রতিটি ফর্ম্যাটেই ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তাঁর হাতে দারুণ মার ছিল। ছক্কা মারতে তিনি ছিলেন ওস্তাদ। মাঝেমধ্যে ডানহাতে অফ ব্রেক বল করতেন। একদিনের ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নামেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০০৭ সালে। টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় ২০০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই ‘হিটম্যান’ রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতীয় ক্রিকেট মহল বেশ চিন্তিত হয়ে পড়ল।

Advertisement