• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নতুনের সূচনা হােক বাংলা নববর্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

পয়লা বৈশাখের দিন বাংলায় টুইট করে সমস্ত বাঙালিদের নববর্ষের। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। সকলের সুখ এবং সমৃদ্ধি কামনা করলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মােদি (File Photo: Twitter/PIB)

পয়লা বৈশাখের দিন বাংলায় টুইট করে সমস্ত বাঙালিদের নববর্ষের। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। সকলের সুখ এবং সমৃদ্ধি কামনা করলেন। আবার আরেকটি টুইটে একটি ভিডিও পােস্ট করে নতুন বাংলা গড়ার বার্তা দিলেন। দিলেন পরিবর্তনের কি।

টুইটে প্রধানমন্ত্রী বলেন, বাংলার মানুষের ভালবাসা আর প্রাণস্পন্দন। প্রকৃত অর্থেই মন ছুঁয়ে যায়। নতুন বছর সকলের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসুক, সকালে সুস্বাস্থ্যের অধিকারী হােন। বাঙালিদের আমার আন্তরিক শুভেচ্ছা।

Advertisement

এদিন সকালে ফেসবুকে রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রধানমন্ত্রী মােদির মতাে স্বরাষ্ট্রমন্ত্রী শাহও নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisement

তাঁর টুইট, মঙ্গলময় উৎসব পয়লা বৈশাখ উপলক্ষে আমার সকল বাঙালি বন্ধু দের জানাই অগ্রিম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ঈশ্বরের কাছে কামনা করি এই নতুন বছর প্রত্যেকের জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি। শুভ নববর্ষ!

Advertisement