বাস-ট্রাকের সংঘর্ষের জেরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আর সেই আগুনে পুড়েই মৃত্যু হল চারজনের। আহত হয়েছেন একজন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। রাজস্থানের বারমের জেলার ঘটনা। বুধবার রাতে দেড়টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচ বন্ধু দাবার গ্রাম থেকে সিন্ধারি গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার পথে তাঁদের চারচাকা গাড়ির সঙ্গে একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের সঙ্গে সঙ্গে চারচাকা গাড়িটিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের।
Advertisement
নিহতরা হলেন – মোহন সিং (৩৫), শম্ভু সিং (২০), পঞ্চরাম (২২) এবং প্রকাশ (২৮)। গুরুতর দগ্ধ হওয়ার কারণে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। গাড়ির চালক দিলীপ সিং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। দুর্ঘটনার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
Advertisement
পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিনকয়েক আগে রাজস্থানের জয়সলমেরে চলন্ত বাসে আগুন লেগে ২১ জনের মৃত্যু হয়।
Advertisement



