বিয়েবাড়ি থেকে ফেরার পথে খাদে পড়ে গেল গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। হৃষিকেশ-বদ্রিনাথ সড়কের বাগওয়ান গ্রামের কাছে, চামৌলি জেলার গৌচর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায় গাড়িটি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। জেলা প্রশাসন, এসডিআরএফ এবং স্বাস্থ্য বিভাগের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ধামি।
পুলিশের প্রাথমিক অনুমান, খারাপ আবহাওয়ার মধ্যেই গাড়িটি পাহাড়ি পথে যাচ্ছিল। সেই সময় কোনও কারণে পিছলে সেটি খাদে পড়ে যায়। বাহিরি উপত্যকার নিজামুল্লা গ্রামে সন্ধ্যা ৭টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। আবহাওয়া খারাপ থাকায় উদ্ধারকারী দলের ঘটনাস্থলে পৌঁছতে বেশ কিছুক্ষণ দেরি হয়।
Advertisement
জেলাশাসক সন্দীপ তেওয়ারি জানিয়েছেন, বাহিরি উপত্যকায় ওই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই সেখানে যান পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। কিন্তু টানা বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার জন্য উদ্ধার কাজ ব্যাহত হয়। প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই ওই এলাকায় বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিনেও সেখানে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
Advertisement
এর আগে গত ১২ এপ্রিল অলকানন্দা নদীতে গাড়ি পড়ে পাঁচজনের মৃত্যু হয়। হরিদ্বার থেকে ধারি দেবী মন্দির যাওয়ার পথে গাড়িটি ৩০০ ফুট পিছলে নদীতে পড়ে যায়। মৃতদের মধ্যে চারজনের বাড়ি ফরিদাবাদ। তাঁরা একই পরিবারের সদস্য ছিলেন। ওই ঘটনাতেই রুরকির এক বাসিন্দাও মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণেই গাড়িটি খাদে পড়ে সোজা অলকানন্দা নদীতে ডুবে যায়।
Advertisement



