• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

অবশেষে ‘২৫ লক্ষ’ দামি মাওবাদী নেতা পবিত্রদা পুলিশের জালে 

তার মাথার দাম ২৫ লক্ষ। সেই মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা নন্দলাল সোরেন ওরফে পবিত্রদাকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হল ঝাড়খণ্ড পুলিশ।

Boy hold cage with eye sad and hopeless

তার মাথার দাম ২৫ লক্ষ। সেই মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা নন্দলাল সোরেন ওরফে পবিত্রদাকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হল ঝাড়খণ্ড পুলিশ।

ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) সংগঠনের ঝাড়খণ্ডে এরিয়া কমিটির এই সদস্য হিতেশ এবং বিজয়দা নামেও পরিচিত ছিলেন।

Advertisement

ঝাড়খণ্ড পুলিশের তরফে শনিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ঝাড়খণ্ড পুলিশ এবং সিআরপিএফ কর্মীদের সমন্বয়ে গঠিত একটি দল।

Advertisement

পীরতন্ড থানা এলাকার কোদাদিহ গ্রামে অভিযান চালিয়ে তাকে পবিত্রদাকে করে। ওই এলাকার তোপচাঁচি লাগোয়া জঙ্গল মাওবাদীদের অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত।

৫৫ বছরের পবিত্রদা এরআগে কখনও জেলে যাননি। তবে তাঁর স্ত্রী তথা মাওবাদী নেত্রী চাঁদমুনি মুর্মু এখন জেলবন্দি। তাঁর বিরুদ্ধে দুমকা জেলায় তিনটি ফৌজদারি মামলা রয়েছে।

পবিত্রদার ভাগ্নে চমন ওরফে লম্বু, পশ্চিম সিংভূম জেলার সারান্ডা এলাকায় সক্রিয় একজন ‘ওয়ান্টেড’ মাওবাদী নেতা।

Advertisement