• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

এক্সিট পোলে বিজেপির পাল্লা ভারী হলেও পাত্তা দিচ্ছে না আপ

‘এগজিট পোল’ আসলে ‘একজ্যাক্ট পোল’ নয়

নিজস্ব গ্রাফিক্স চিত্র

দিল্লির এক্সিট পোলে পরাজিত শাসকদল আম আদমি পার্টি (আপ)। অন্যদিকে কেন্দ্রের শাসকদল বিজেপিকে বিপুলভাবে জয়ের আভাস দেওয়া হয়েছে। ফলে প্রায় আড়াই দশক পরে দেশের রাজধানীর দখল নিতে চলেছে গেরুয়া শিবির। কিন্তু বুথ ফেরত এই সমীক্ষার ওপর নির্ভর করছে না অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তাঁরা চূড়ান্ত ফলাফলের জন্য আগামী শনিবার পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন। সেই সঙ্গে আপ নেতারা এই এক্সিট পোলের বাস্তবতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, ‘এগজিট পোল’ আসলে ‘একজ্যাক্ট পোল’ নয়। উদাহরণস্বরূপ প্রায় চার মাস আগে হরিয়ানা বিধানসভা ভোটের সমীক্ষার কথা তুলে ধরেছেন।

যথারীতি বুধবার সন্ধে ৬টায় দিল্লির বিধানসভা নির্বাচন শেষ হয়ে যায়। এরপরই শুরু হয়ে যায় এক্সিট পোলের সমীক্ষা প্রকাশের প্রস্তুতি। নির্বাচনের এই মাহেন্দ্রক্ষণে দেশের জাতীয় স্তরের টিভি চ্যানেলগুলিতে সঞ্চালকরা বিভিন্ন সংস্থার ভবিষ্যৎবাণী প্রকাশের জন্য মুখিয়ে ছিলেন। অবশেষে সেই সমীক্ষক সংস্থাগুলির সম্ভাব্য ফলাফল কেন্দ্রের শাসকদল বিজেপিকে দিল্লির নির্বাচনে বিপুলভাবে জয়লাভের আগাম বার্তা দেওয়া হয়েছে। পিছিয়ে রাখা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দলকে।

ঠিক কী বলছে এই বুথ ফেরত সমীক্ষা? এক্সিট পোলের সম্ভাব্য ফলাফলে দেখা যাচ্ছে, ৭০ আসন বিশিষ্ট দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপিকে ৩৫ থেকে ৬০টি আসন পাওয়ার আভাস দেওয়া হয়েছে। অন্যদিকে বর্তমান শাসকদল আম আদমি পার্টিকে দেওয়া হয়েছে ৩২ থেকে ৩৭টি আসন। ফলে এক্সিট পোলের এই সমীক্ষা অনুযায়ী, ফের আম আদমি পার্টি দিল্লির ক্ষমতায় আসার সম্ভাবনা একেবারে ক্ষীণ।

চাণক্য’র সমীক্ষায় দিল্লির শাসকদল আপকে ধরাশায়ী করা হয়েছে। এই সংস্থার সমীক্ষায় দাবি করা হয়েছে, বিজেপি ৩৯ থেকে ৪৪টি আসন জিততে পারে। অন্যদিকে আপ পেতে পারে ২৫ থেকে ২৮টি আসন। আর কংগ্রেস পেতে পারে ২ থেকে ৩টি আসন।

জেভিসি এক্সিট পোল তাদের সমীক্ষায় দাবি করেছে, বিজেপি পেতে পারে ৩৯ থেকে ৪৫টি আসন। আর আম আদমি পার্টি ২২ থেকে ৩১টি আসন পেতে পারে বলে দাবি করা হয়েছে। কংগ্রেসের জয় মাত্র ২টি আসনেই থেমে যেতে পারে বলে দাবি করা হয়েছে।

অন্য একটি সমীক্ষক সংস্থা ম্যাট্রিজ তার সমীক্ষায় দাবি করেছে, আপ-এর সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তাদের হিসাব অনুযায়ী, বিজেপি পেতে পারে ৩৫ থেকে ৪০টি আসন। আর আপ পেতে পারে ৩২ থেকে ৩৭টি আসন। কংগ্রেস মাত্র ১টি আসন পেতে পারে বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে পি-মার্ক এক্সিট পোল আপকে মাত্র ২১ থেকে ৩১টি আসন দিয়েছে। বিজেপিকে দিয়েছে ৩৯ থেকে ৪৯টি আসন। আর কংগ্রেস মাত্র ১টি আসন পেতে পারে বলে দাবি করা হয়েছে।

পিপলস ইনসাইট এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী, আপ পেতে পারে ২৫-২৯টি আসন, বিজেপি পেতে পারে ৪০-৪৪টি আসন। আর কংগ্রেস মাত্র ২টি আসনে জয়লাভ করতে পারে বলে দাবি করা হয়েছে।

আরও এক সংস্থা পিপলস পালস দাবি করেছে, দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় আসতে চলেছে। নরেন্দ্র মোদির নেতৃত্বে এই দল ৫১-৬০টি আসন পেতে পারেবলে দাবি করা হয়েছে। অন্যদিকে আপের কপালে জুটতে পারে মাত্র ১০ থেকে ১৯টি আসন। আর কংগ্রেস এবার কোনও আসন পাবে না বলে দাবি করা হয়েছে।

সুতরাং সার্বিকভাবে এক্সিট পোলের সমীক্ষায় পাল্লা ভারী বিজেপির দিকে। তারা চল্লিশের ওপর আসন পেয়ে ক্ষমতায় আসতে পারে বলে দাবি করেছে অধিকাংশ সমীক্ষক সংস্থা।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে জোট বেঁধে লড়েছিল এমন ৫টি দল এবার রাজধানীতে একে অপরের মুখোমুখি হয়েছিলেন। ৬৮ আসনে লড়ে বিজেপি। জোটসঙ্গী জেডিইউ ও এলজেপি লড়ছে ২টি করে আসনে মহারাষ্ট্রে বিজেপির জোটসঙ্গী অজিতের এনসিপি বিজেপির বিরুদ্ধে ৩০ আসনে প্রার্থী দিয়েছে। অন্যদিকে, ৭০ আসনে লড়ছে আপ, সব আসনেই প্রার্থী দিয়েছে কংগ্রেস। পুরোদমে লড়াইয়ে বিএসপি। ৭০ টি আসনেই প্রার্থী দিয়েছে তাঁরাও। ১২ টি আসনে প্রার্থী দিয়েছে আল ইন্ডিয়া মিল্লি মুসলিম লিগ। বামেরা লড়ছে ১০টি আসনে।