• facebook
  • twitter
Saturday, 13 December, 2025

কম্বোডিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখল থাইল্যান্ডের

নাকচ ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি

ছবি: এএনআই

কম্বোডিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ হচ্ছে না, এমনটাই জানাল থাইল্যান্ড। সীমান্ত পরিস্থিতি নিয়ে চাপা উত্তেজনার মধ্যেই থাই প্রশাসন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সংঘর্ষ থামানোর বিষয়ে কোনও আনুষ্ঠানিক সমঝোতা হয়নি। সেই সঙ্গে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি সংক্রান্ত দাবি সরাসরি খারিজ করে দিয়েছে ব্যাঙ্কক।

থাইল্যান্ডের প্রতিরক্ষা দপ্তরের বক্তব্য, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষাই আমাদের প্রধান অগ্রাধিকার। বর্তমান পরিস্থিতিতে অভিযান স্থগিত করার কোনও সিদ্ধান্ত হয়নি।’ দপ্তরের আধিকারিকদের দাবি, কাম্বোডিয়ার দিক থেকে একাধিকবার সীমান্ত লঙ্ঘনের চেষ্টা হয়েছে এবং সেই কারণেই থাই সেনা সতর্ক অবস্থানে রয়েছে। প্রয়োজন হলে অভিযান আরও জোরদার করা হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

Advertisement

এরই মধ্যে ট্রাম্প দাবি করেছিলেন, তাঁর মধ্যস্থতায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে থাইল্যান্ডের বিদেশ মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে, ‘এই ধরনের কোনও সমঝোতা বা আলোচনার সঙ্গে থাইল্যান্ড যুক্ত নয়।’ মন্ত্রকের মতে, আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে এই দাবির কোনও মিল নেই।

Advertisement

তবে কম্বোডিয়ার তরফে এখনও পর্যন্ত বিস্তারিত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কূটনৈতিক মহলের ধারণা, দুই দেশের মধ্যে পুরনো সীমান্ত বিরোধ ফের নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। আঞ্চলিক স্থিতাবস্থা বজায় রাখতে আন্তর্জাতিক মহল সংযমের বার্তা দিলেও আপাতত কঠোর অবস্থানেই অনড় থাইল্যান্ড।

এই পরিস্থিতিতে দক্ষিণ-পূর্ব এশিয়ায় নতুন করে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন সামরিক অভিযান কতদূর গড়ায় এবং আলোচনার টেবিলে ফিরতে দুই দেশ কতটা আগ্রহ দেখায়, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

Advertisement