মােদির কপ্টারে তল্লাশি চালিয়ে বরখাস্ত হলেন নির্বাচন আধিকারিক

বিদায়বেলায় নরেন্দ্র মােদির কপ্টার তল্লাশি চালানাের অপরাধে বরখাস্ত করা হল এক নির্বাচনী পর্যবেক্ষককে। ওড়িশার সম্বলপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার মােদির হেলিকপ্টারে তাঁর নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে কোনওরকম কথা না বলেই আচমকাই তল্লাশি অভিযান চালায় মহম্মদ মহসিন নামের অফিসার।

Written by SNS New Delhi | April 19, 2019 12:58 pm

নির্বাচন কমিশনের দফতর (File Photo: IANS)

বিদায়বেলায় নরেন্দ্র মােদির কপ্টার তল্লাশি চালানাের অপরাধে বরখাস্ত করা হল এক নির্বাচনী পর্যবেক্ষককে। ওড়িশার সম্বলপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার মােদির হেলিকপ্টারে তাঁর নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে কোনওরকম কথা না বলেই আচমকাই তল্লাশি অভিযান চালায় মহম্মদ মহসিন নামের অফিসার। এই খবর চাউর হতেই হইচই শুরু হয়। বিষয়টি নিয়ে সম্বলপুরের জেলাশাসক এবং ওডিশার ডিআইজি নির্বাচন কমিশনকে রিপাের্ট পাঠিয়েছে।

রিপাের্টের ওপর ভিত্তি করেই নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানায়, মহসিন আচারণবিধি মেনে কাজ করেননি। এসপিজি নিরাপত্তাবলয়ের মধ্যে থাকা ব্যক্তিদের জন্য বরাদ্দ করা নির্দেশিকা লঙ্ঘন করেছেন তিনি। তাই তাঁকে বরখাস্ত করা হয়েছে। এই তল্লাশির জেরে মােদিকে হেলিকপ্টারের মধ্যে প্রায় ১৫ মিনিট মতাে আটকে থাকতে হয়।