• facebook
  • twitter
Saturday, 9 November, 2024

মোদির উপর হামলার ছক কষে ২ জঙ্গি গ্রেফতার

বিহার বিধানসভার শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সেইখানেই প্রধানমন্ত্রীর উপর হামলার একটি ষড়যন্ত্র করা হয়েছে।

দু’দিন আগেই পাটনায় বিহার বিধানসভার শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সেইখানেই প্রধানমন্ত্রীর উপর হামলার একটি ষড়যন্ত্র করা হয়েছে।

ষড়যন্ত্র ভেস্তে দেওয়ার উপযুক্ত পাশাপাশি ব্যবস্থা পুলিশ নেওয়ার সন্দেহজনক বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে।

বুধবার গভীর রাতে পাটনার অদুরে ফুলওয়ারি শরিফ এলাকা থেকে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করে। পাটনার পুলিশ দুই জঙ্গিকে গ্রেফতার করেছে।

আরও ২৪ জনকে ধরতে জোরদার অভিযান শুরু করেছে তারা। পুলিশ জানিয়েছে, ধৃতরা একটি চরমপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত।

প্রধানমন্ত্রীর উপর হামলার ছক কথা হয়েছিল ২৬ জনকে নিয়ে। ফুলওয়ারি শরিফে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় দিন চারেক আগে।

ধৃতদের নাম মহম্মদ জাল্লাউদ্দিন এবং আতহার পারভেজ। প্রথমজন ঝাড়খণ্ড পুলিশের থানাস্তরের একজন অবসরপ্রাপ্ত অফিসার।

পাটনার অতিরিক্ত পুলিশ সুপার মনীশ কুমার বলেন, প্রধানমন্ত্রীর মতো ভিভিআইপি আসার আগে রুটিন নজরদারি বাড়ানো হয়। সেই সূত্রেই পাওয়া যায় ফুলওয়ারি শরিফের প্রশিক্ষণের খবর।

পুলিশ জানিয়েছে, পারভেজের ভারতবিরোধী কার্যকলাপে যুক্ত সংগঠনের যোগাযোগের প্রমাণ মিলেছে। এই চক্রে ২৬ জন জড়িত বলে ধৃতরা জেরায় জানিয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর করা সঙ্গে হয়েছে।