• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

ছন্দে ফিরছে দিল্লি, খুলল লাল কিল্লা মেট্রো স্টেশনের দুটি প্রবেশদ্বার

প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, ‘এই অঞ্চলটি কেন্দ্রীয় নিরাপত্তার দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর। ধাপে ধাপে পরিষেবা চালু করা ছাড়া অন্য কোনও উপায় নেই।’

প্রতিনিধিত্বমূলক চিত্র

লাল কিল্লা মেট্রো স্টেশনের কাছে বিধ্বংসী গাড়ি-বিস্ফোরণের চার দিন পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে রাজধানীর কেন্দ্রস্থলের মেট্রো পরিষেবা। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, লাল কিল্লা মেট্রো স্টেশনের ২ নম্বর ও ৩ নম্বর গেট ফের যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে।

গত সোমবারের বিস্ফোরণের ধাক্কায় স্টেশনটি সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফরেনসিক দল, নিরাপত্তা সংস্থা এবং দিল্লি পুলিশের যৌথ পর্যালোচনার পর এ দিন আংশিকভাবে পরিষেবা শুরু হয়েছে। সুরক্ষা সংক্রান্ত সব নির্দেশিকা বজায় রেখেই এই দুটি গেট খুলে দেওয়া হয়েছে বলে ডিএমআরসি জানিয়েছে।

Advertisement

প্রসঙ্গত, স্টেশন বন্ধ থাকায় গত কয়েকদিন ধরে চাঁদনি চক, দরিয়াগঞ্জ, লাল কিল্লা চত্বর এবং পার্শ্ববর্তী বাজারগুলিতে যাতায়াতকারী নিত্যযাত্রীরা ভোগান্তিতে পড়েছিলেন। বিশেষ করে পর্যটকদের জন্য লাল কিল্লা মেট্রো ছিল অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ। গেট খুলে দেওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস লক্ষ্য করা গিয়েছে।

Advertisement

তবে সূত্রের খবর, পুরো লাল কিল্লা মেট্রো স্টেশন চালু করতে এখনও কিছুটা সময় লাগবে। বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা সংক্রান্ত বহু প্রশ্ন থেকে গিয়েছে। তাই এই বিস্ফোরণে ফরেনসিক পরীক্ষার পুরো ফল হাতে না আসা পর্যন্ত নিরাপত্তা সংস্থাগুলি চূড়ান্ত অনুমতি দেবে না।

প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, ‘এই অঞ্চলটি কেন্দ্রীয় নিরাপত্তার দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর। ধাপে ধাপে পরিষেবা চালু করা ছাড়া অন্য কোনও উপায় নেই।’

গত কয়েক দিনের আতঙ্ক, ট্রাফিক পরিবর্তন এবং বাজারে নিরুত্তাপ পরিবেশের পর পুনরায় আংশিকভাবে স্টেশন খোলা এই পদক্ষেপকে শহরের স্বাভাবিক জীবনে ফেরার প্রথম ধাপ বলে মনে করা হচ্ছে।

Advertisement