• facebook
  • twitter
Wednesday, 24 December, 2025

দিল্লি মেট্রোর ‘ফেস-৪এ’ প্রকল্পে ১৩টি নতুন স্টেশনের অনুমোদন কেন্দ্রের

দিল্লি মেট্রো কর্তৃপক্ষের এক আধিকারিক জানান, চতুর্থ ধাপের কাজ ধাপে ধাপে এগোচ্ছে। 'এ' অংশের অনুমোদনের ফলে প্রকল্পের গতি আরও বাড়বে।

ছবি: এএনআই

দিল্লির গণপরিবহণ ব্যবস্থাকে আরও মজবুত করতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। দিল্লি মেট্রোর ফেস-৪এ অংশের আওতায় ১৩টি নতুন স্টেশন তৈরির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে রাজধানী অঞ্চলের একাধিক ঘনবসতিপূর্ণ ও দ্রুত সম্প্রসারিত এলাকায় যাতায়াতের সুবিধা অনেকটাই বাড়বে বলে আশা করছে প্রশাসন।

সরকারি সূত্রে জানা গিয়েছে, নতুন এই স্টেশনগুলি মূলত উত্তর-পশ্চিম, পশ্চিম ও দক্ষিণ দিল্লির গুরুত্বপূর্ণ সংযোগপথগুলিকে আরও কার্যকর করবে। বর্তমানে যেসব এলাকায় যাতায়াতে সড়ক পরিবহণের উপর ভরসা করতে হয়, সেখানে মেট্রো পৌঁছনোর ফলে সময় ও খরচ— দুটোই সাশ্রয় হবে। পাশাপাশি যানজট কমানো ও দূষণ নিয়ন্ত্রণেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মত বিশেষজ্ঞদের।

Advertisement

কেন্দ্রের দাবি, এই প্রকল্প শুধু যাত্রী পরিষেবার উন্নয়নেই সীমাবদ্ধ নয়। নির্মাণ পর্বে বিপুল কর্মসংস্থান তৈরি হবে। স্টেশন সংলগ্ন এলাকাগুলিতে বাণিজ্যিক কর্মকাণ্ড বাড়বে, স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হবে। একই সঙ্গে রিয়েল এস্টেট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে।

Advertisement

মন্ত্রিসভা সূত্রে আরও জানানো হয়েছে, এই ১৩টি স্টেশন আধুনিক পরিকাঠামো ও যাত্রীবান্ধব সুযোগসুবিধা নিয়ে গড়ে তোলা হবে। বিশেষভাবে নজর রাখা হবে প্রতিবন্ধী ও প্রবীণ যাত্রীদের সুবিধার উপর। লিফট, এসক্যালেটর, প্রশস্ত প্রবেশপথ এবং উন্নত নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে।

দিল্লি মেট্রো কর্তৃপক্ষের এক আধিকারিক জানান, চতুর্থ ধাপের কাজ ধাপে ধাপে এগোচ্ছে। ‘এ’ অংশের অনুমোদনের ফলে প্রকল্পের গতি আরও বাড়বে। কেন্দ্র ও দিল্লি সরকারের মধ্যে সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, রাজধানীর ক্রমবর্ধমান জনসংখ্যা ও পরিবহণের চাহিদার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী কয়েক বছরে দিল্লি মেট্রোর নেটওয়ার্ক আরও বিস্তৃত হলে শহরের দৈনন্দিন যাতায়াতের চিত্র বদলে যাবে বলেই মনে করা হচ্ছে।

Advertisement