দক্ষিণ পূর্ব রেলওয়ের আওতায় অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে নতুন সাজে সেজে উঠছে পূর্ব মেদিনীপুরের গুরুত্বপূর্ণ টার্মিনাল হলদিয়া স্টেশন। শিল্পনগরী ও বন্দরনগরী হলদিয়ার যাত্রী ও পণ্য পরিবহনের বাড়তে থাকা চাহিদাকে গুরুত্ব দিয়ে রেল দপ্তর এই স্টেশনের সম্পূর্ণ আধুনিকীকরণে জোর দিয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রী-সুবিধা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং এই অঞ্চলের সার্বিক অর্থনৈতিক বিকাশের লক্ষ্যেই স্টেশনটিকে নতুন রূপ দেওয়ার কাজ চলছে। দক্ষিণ পূর্ব রেলওয়ের মোট ৭২টি স্টেশন এই প্রকল্পে পুনর্গঠনের আওতায় এসেছে। প্রত্যেক স্টেশনের জন্য পৃথক পরিকল্পনা তৈরি করে ধাপে ধাপে কাজ এগোচ্ছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
Advertisement
হলদিয়া স্টেশনের পুনর্গঠনে ইতিমধ্যেই স্টেশন ভবনের সংস্কার, প্রবেশ ও নির্গমন পথের সম্প্রসারণ, বুকিং কাউন্টারে আধুনিক সুবিধা, আধুনিক প্রতীক্ষালয় ও শৌচাগারের রূপান্তর, প্ল্যাটফর্মে নতুন ছাউনি ও ফুটপাথ— এই সব সামগ্রিক কাজ দ্রুত গতিতে চলছে। পাশাপাশি বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য র্যাম্প, ট্যাকটাইল পথ, ব্রেইল নির্দেশিকা, উপযোগী বুকিং কাউন্টার, পার্কিং ও ওয়াটার বুথ নির্মাণ করা হচ্ছে। থাকবে বেবি ফিডিং রুম ও সংরক্ষিত লাউঞ্জও। স্টেশন সংলগ্ন এলাকায় নতুন পার্কিং জোন ও সার্কুলেটিং এরিয়ার কাজও প্রায় শেষ পর্যায়ে।
Advertisement
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যের ছাপ রেখে স্টেশনটি নতুনভাবে রঙ করা হচ্ছে। তাঁরা আশা করছে, এই উন্নয়নমূলক কাজ শেষ হলে হলদিয়া স্টেশন কেবল যাত্রীদের অভিজ্ঞতাকেই উন্নত করবে না, বরং শিল্পনগরীর অর্থনীতিতেও নতুন গতি আনবে।
Advertisement



