রাজধানীর বুকে ফের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে প্রাণ কাড়লেন পুলিশকর্মীরা। বৃহস্পতিবার ভোরবেলা মধ্য দিল্লির একটি চায়ের দোকানে পুলিশ কন্ট্রোল রুম (পিসিআর) ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে এক চা বিক্রেতার। ঘটনায় জড়িত দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে দিল্লি পুলিশ। রাজধানীর মতো জায়গায় পুলিশের এমন বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন আচরণে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার রাতে পিসিআর ভ্যানে টহলে বেরিয়েছিলেন এক এএসআই ও এক কনস্টেবল। বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ রামকৃষ্ণ আশ্রম মেট্রো স্টেশনের কাছে আচমকাই ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে উঠে যায়। দোকানে সেই সময় উপস্থিত ছিলেন চা বিক্রেতা গঙ্গারাম তিওয়ারি ও তাঁর ছেলে। ঘটনায় গঙ্গারামের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তাঁর ছেলে কোনও মতে রক্ষা পান।
Advertisement
নিহতের ছেলের অভিযোগ, গাড়িতে থাকা দুই পুলিশকর্মী ও এক মহিলা, তিনজনই ছিলেন মদ্যপ। ভ্যান থেকে মিলেছে মদের একাধিক খালি বোতল। পুলিশকর্মীদের শরীর থেকেও পাওয়া যাচ্ছিল মদের গন্ধ। তাঁর দাবি, ফুটপাতে উঠে গাড়িটি সোজা তাঁর বাবার উপর দিয়ে চলে যায়। অভিযুক্ত এএসআই ও কনস্টেবলকে কিছুক্ষণের মধ্যে সাসপেন্ড করা হ। ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। গঙ্গারামের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।
Advertisement
Advertisement



