• facebook
  • twitter
Saturday, 22 March, 2025

দিল্লির নির্বাচনের ফলপ্রকাশ আজ

নির্বাচন কমিশনকে নিশানা কেজরিওয়ালের

প্রতিনিধিত্বমূলক চিত্র

গত ৫ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ তার ফলপ্রকাশ। ৭০ আসনের দিল্লি বিধানসভায় লড়েছেন ৬৯৯ জন প্রার্থী। ১ কোটি ৫৬ লক্ষেরও বেশি দিল্লির বাসিন্দা নির্ধারণ করবেন ক্ষমতায় আসছে কোন দল। মোট ভোট পড়েছে ৬০.৫৪ শতাংশ। ১৯টি কেন্দ্রে ভোট গণনা হবে। সবার আগে গোনা হবে পোস্টাল ব্যালট।

২০২০ সালের নির্বাচনে ৬২টি আসনে জিতে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল আপ। বিজেপি পেয়েছিল মাত্র ৮টি আসন। একটি আসনেও জিততে পারেনি কংগ্রেস।

অধিকাংশ এক্সিট পোল বলছে, এবার দিল্লির ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। আবার কেউ কেউ এগিয়ে রেখেছে আপকে। তবে এক্সিট পোলের সমীক্ষাকে আদৌ গুরুত্ব দিতে রাজি নয় আপ। আজ সকাল ৭টা থেকে শুরু হবে গণনা। গণনা শেষ হবে সন্ধে ছ’টায়। এবারের নির্বাচনে লড়াই হয়েছে ত্রিমুখী। মূল লড়াই বিজেপি এবং আপ-এর মধ্যে হলেও এবারে কংগ্রেসও ভাগ বসিয়েছে সেই লড়াইয়ে।

এবারে দিল্লির ভোটারদের কাছে মূল বিষয় ছিল মুদ্রাস্ফীতি, চাকরি, সাশ্রয়ী মূল্যের বাড়ি এবং মহিলাদের নিরাপত্তা। খাদ্যদ্রব্য এবং রান্নার গ্যাসের দাম অধিকাংশ মহিলা ভোটারদের মনে চাপ সৃষ্টি করেছে। অন্যদিকে তরুণরা চাকরি পাওয়ার ক্ষেত্রে চিন্তিত। অনেকে আবার পাকা ঘর পাওয়ার আশায় ভোট দিয়েছেন। বায়ু দূষণ এবং উন্নত পরিকাঠামোর মতো বিষয়ও ভোটারদের মাথায় ছিল। তবে অঞ্চল ও সামাজিক পরিপ্রেক্ষিত ভেদে সমস্যাগুলি ছিল ভিন্ন। সমৃদ্ধ এলাকার বাসিন্দারা মূলত বায়ু দূষণ নিয়ে চিন্তিত। আর ছোট ছোট বসতিগুলির মানুষের চাহিদা বেঁচে থাকার মৌলিক সুযোগ সুবিধা। এবার প্রায় তিন লক্ষেরও বেশি নতুন ভোটার ভোট দিয়েছেন। তাঁদের ভোটও নির্বাচনের ফলাফল নির্ধারণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা থাকবে।

আর কয়েক ঘন্টা পরেই ভোটের ফলাফল স্পষ্ট হয়ে যাবে। তার আগে শুক্রবার আপ-এর শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল সমাজ মাধ্যমে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বড় অভিযোগ তুলে ধরেছেন। তিনি দাবি করেছেন, একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও নির্বাচন কমিশন ভোটারদের তথ্য আপলোড করছেন না। তিনি জানিয়েছেন, দিল্লির প্রতিটি বিধানসভার প্রত্যেকটি বুথের ভোটারদের তথ্য তিনি চেয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে। কিন্তু বারবার অনুরোধ সত্ত্বেও নির্বাচন কমিশন কিছুতেই ফর্ম ১৭ সি আপলোড করছে না। নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে এই কাজ করার কথা নির্বাচন কমিশনের। তাঁর কথায়, কোন বুথে কত ভোট পড়েছে, তা জানার অধিকার মানুষের আছে। তিনি এটাও দাবি করেছেন, তৃতীয় বারের জন্য দিল্লিতে আপ সরকার গঠন করবে আপ এবং তা শুধু সময়ের অপেক্ষা।