অবশেষে দার্জিলিং জেলা ও সমতলের কোর কমিটি ঘোষণা করল তৃণমূল। এই কোর কমিটিই শিলিগুড়িতে দলকে পরিচালনা করবে বলে ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটির মাথায় রাখা হয়েছে সঞ্জয় টিব্রেওয়ালকে। তাঁকে চেয়ারম্যান পদে বসিয়ে কমিটি গঠন করা হয়েছে। রয়েছেন আরও নয়জন সদস্য। এদিকে তৃণমূলের তমলুক জেলাতেও কোর কমিটির চেয়ারম্যান করা হয়েছে অসিত বন্দ্যোপাধ্যায়কে।
তৃণমূলের ঘোষণা অনুযায়ী, দার্জিলিং জেলার সমতলের নতুন এই কমিটিতে শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব ও বিদায়ী জেলা সভানেত্রী পাপিয়া ঘোষের সঙ্গে সদস্য তালিকায় রয়েছেন সদ্য কংগ্রেস ছেড়ে আসা শংকর মালাকারও। এছাড়া রয়েছেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, সহকারি সভাধিপতি রোমা রেশমি এক্কা, জ্যোতি তির্কি, শোভা সুব্বা ও আইনুল হক।
Advertisement
প্রসঙ্গত, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস গত ১৬ মে রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় নেতৃত্বে বদল এনেছিল। সেই তালিকায় দার্জিলিং জেলার সমতলের শুধুমাত্র চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছিল। জেলা সভাপতির নাম পরবর্তীতে ঘোষণা করার কথা বলা হয়েছিল। অবশেষে এখানে কোর কমিটি গঠন করা হল।
Advertisement
অন্যদিকে, বছর ঘুরতেই বিধানসভা ভোট। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসকদল ও বিরোধী শিবিরের রাজনৈতিক দলগুলি। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই উত্তরবঙ্গ দখলে রণকৌশল সাজাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল। চলতি মাসের মাঝামাঝি সময়ে উত্তরবঙ্গ সফরের সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। আর ঠিক তার প্রাক মুহূর্তে তৃণমূল কংগ্রেসের এই কোর কমিটি ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
Advertisement



