• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত, ট্রাম্পের মন্তব্যে শোরগোল

তেল কেনা এখনই বন্ধ করছে না, দাবি ভারতের

প্রতিনিধিত্বমূলক চিত্র

আন্তর্জাতিক মঞ্চে রাশিয়াকে পর্যুদস্ত করতে একের পর বাক্যবাণ প্রয়োগ করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার কাছে আমেরিকার দুটি পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ মোতায়েনের দাবি করার পর এবার নতুন চমক দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেছেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত। তাঁর এই নতুন মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। যদিও ওয়াশিংটন ট্রাম্পের এই মন্তব্য নিয়ে সরকারিভাবে কিছুই বলেনি।

তবে ট্রাম্পের এই দাবি ভারত অস্বীকার করেছে বলে সরকারি সূত্রের খবর। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইম্‌সের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, এখনই রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করছে না ভারত। শনিবার এমনটাই জানিয়েছেন ভারতের উচ্চপদস্থ দুই আধিকারিক। জানানো হয়েছে, ট্রাম্পের হুঁশিয়ারির পরেও রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক নীতিতে কোনও পরিবর্তন করা হয়নি। এমনকি, রাশিয়া থেকে তেল কেনা কমানোর জন্য উপরমহল থেকেও সংস্থাগুলিকে কোনও নির্দেশ পাঠানো হয়নি।

Advertisement

একটি সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতেই নিজের মতামত প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি শুনলাম ভারত নাকি আর রাশিয়া থেকে তেল কিনবে না। আপাতত এটুকুই শুনেছি, জানি না এই খবরটা সত্যি নাকি মিথ্যে।’

Advertisement

পরে অবশ্য ট্রাম্প বলেছেন, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয়, তাহলে সেটা খুবই ভালো।  ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘রাশিয়ার সঙ্গে ভারত কী করছে সেটা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। ওরা দুই দেশ নিজেদের মৃত অর্থনীতি নিয়ে আরও তলিয়ে যেতে পারে। আমরা ভারতের সঙ্গে খুব কম বাণিজ্য করি, কারণ ওখানে অনেক বেশি শুল্ক। একইভাবে রাশিয়ার সঙ্গেও আমেরিকা বাণিজ্য করে না।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়া থেকে অস্ত্র এবং তেল কেনার জন্য ভারতকে আলাদা করে শাস্তি পেতে। পরের দিন বৃহস্পতিবারও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বিশ্লেষকদের প্রশ্ন, তাহলে কি ট্রাম্পের হুঁশিয়ারি মেনে নিয়েই রুশ তেল কেনা বন্ধ করতে চলেছে ভারত?

প্রসঙ্গত, শুক্রবার থেকে ট্রাম্পের নতুন শুল্কনীতি কার্যকর হয়েছে। এরপরই বিভিন্নরকম গুজব ছড়াতে শুরু করে বিভিন্ন সূত্র থেকে। এরকমই একটি গুজবে বলা হয়, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত। তার কারণ হিসেবে বলা হয়, এতদিন পর্যন্ত রুশ তেলে যতটা ছাড় মিলেছিল, তা কমিয়ে দিয়েছে রাশিয়া। আর সেজন্যই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত। যদিও শুক্রবার ভারতের বিদেশমন্ত্রকের তরফে বিষয়টি নিয়ে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। বরং বলা হয়েছে, জাতীয় স্বার্থ এবং বাজারের পরিস্থিতি দেখে শক্তিসম্পদ আমদানি করা হয়। তবে রুশ আমদানি বন্ধ নিয়ে কেন্দ্র কিছু জানে না বলেই দাবি করা হয়েছে।

Advertisement