• facebook
  • twitter
Friday, 19 December, 2025

ক্রমে হ্রাস পাচ্ছে ট্রাম্পের জনসমর্থন, অসন্তুষ্ট মার্কিন নাগরিকেরা

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, তৃতীয় বিশ্বের দেশগুলি থেকে অভিবাসন ও ভিসা স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হতে পারে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

গোটা আমেরিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমছে। একটি সংবাদসংস্থা এবং ‘ইপসস’ এর একটি যৌথ সমীক্ষার রিপোর্ট থেকে জানা যাচ্ছে মাত্র ৩৯ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক ট্রাম্পের কাজকর্মকে সমর্থন করেন। ডিসেম্বরের শুরুতেই এই সংখ্যা ছিল ৪১ শতাংশ।

এই জনমত সমীক্ষা চালনা করা হয়েছিল অনলাইন মাধ্যমে। তিন দিন ধরে চলা এই সমীক্ষায় মতামত দিয়েছেন মোট ১০১৬ জন। এই সমীক্ষার ফলাফলে সম্ভাব্য বিচ্যুতির পরিমাণ ৩ শতাংশ হতে পারে বলে দাবি সমীক্ষা পরিচালনাকারীদের। ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে তাঁর জনপ্রিয়তা হ্রাস হতে থাকে। শাটডাউনের ফলে আর্থিক দোলাচলের জন্য মার্কিন নাগরিকদের একটি বড় অংশ ট্রাম্পকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। মার্কিন অর্থনীতিকে ট্রাম্প যেভাবে সামলাচ্ছেন তাতে তাঁকে সমর্থন করছেন মাত্র ৩৩ শতাংশ মার্কিন নাগরিক। অনেক রিপাবলিকান সমর্থকও ট্রাম্পের বেহিসাবি কথাবার্তাকে সমর্থন করছেন না।

Advertisement

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, তৃতীয় বিশ্বের দেশগুলি থেকে অভিবাসন ও ভিসা স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হতে পারে। এরপর থেকেই ভারতসহ এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা, থেকে আগত অভিবাসীদের মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই নীতিগত অবস্থান শুধুমাত্র জাতিগত বিভাজনের ক্ষেত্রেই নয়, বড় প্রতিক্রিয়া তৈরি করেছে রাজনৈতিক পরিসরেও। সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গিয়েছিল, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প যে সব জায়গায় অনেক ব্যবধানে জিতেছিলেন, সেই ২০টি প্রদেশেই এই মুহূর্তে তাঁর ‘অ্যাপ্রুভাল রেটিং’ তুলনামূলকভাবে প্রতিপক্ষের তুলনায় কম। ট্রাম্পের নিজস্ব দল রিপাবলিকান পার্টির ভোটারদের মধ্যে তাঁর কাজ নিয়ে ৮৫ শতাংশ নাগরিকের সমর্থন রয়েছে। কিন্তু সমীক্ষায় দেখা গিয়েছে ট্রাম্পের আর্থিক নীতিকে মাত্র ৭২ শতাংশ রিপাবলিকান সমর্থক সমর্থন করছেন।

Advertisement

Advertisement