• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মোদীর বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ রাহুলের

ভারতের ভোট ব্যবস্থাকে 'মৃত' বলে সম্বোধন করলেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার দিল্লিতে বার্ষিক লিগ্যাল কনক্লেভে বক্তৃতা দেন রাহুল।

ভারতের ভোট ব্যবস্থাকে ‘মৃত’ বলে সম্বোধন করলেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার দিল্লিতে বার্ষিক লিগ্যাল কনক্লেভে বক্তৃতা দেন রাহুল। আর সেখানেই তিনি বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ‘কারচুপি’ করেছিলন মোদী। ১৫টি আসনে কারচুপি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী– এমন মন্তব্যও করেন রাহুল গান্ধী।

গত লোকসভা নির্বাচনে এনডিএ-র সঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই করেছিল ‘ইন্ডিয়া’ জোট। ‘ইন্ডিয়া’ দারুণ ফলাফল করেছিল। এক্সিট পোলে যা দেখা গিয়েছিল তার উল্টো ছবি ধারা পড়েছিল নির্বচানের ফালাফলে। ঘটনার প্রসঙ্গে টেনে কংগ্রেস সাংসদ রাহুল বলেন, ‘আমরা আগামী কয়েক দিনের মধ্যেই প্রমাণ করে দেখাব, কেমন করে একটি লোকসভা নির্বাচনকে পুরোপুরি সাজানো যায় এবং কীভাবে তা করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী এবং তাঁর সরকার এখন খুবই অল্প সংখ্যাগরিষ্ঠতার উপর দাঁড়িয়ে রয়েছে। ১৫টি আসনে কারচুপি না হলে তিনি আর প্রধানমন্ত্রী হতেন না।’

Advertisement

এরপর রাহুল ভারতের ভোট ব্যবস্থাকে ‘মৃত’ সম্বোধন করে বলেন, ‘ভারতের নির্বাচন ব্যবস্থা আসলে মৃত। আমরা দেখতে পাচ্ছি, কীভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে।’ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ২৯০টি আসন পেয়েছিল এনডিএ জোট। রাহুলের কথায়, প্রভাব খাটিয়ে, কারচুপি করে প্রধানমন্ত্রী হয়েছেন মোদী। যদিও রাহুলের মন্তব্যের বিরোধীতা করেছে বিজেপির বহু নেতা।

Advertisement

Advertisement