• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ছত্তিশগড়ে ট্রেলার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত ১৩ জনের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

ছত্তিশগড়ে ট্রেলার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১৩ জনের। গুরুতর জখম হয়েছেন ১৪ জন। রবিবার গভীর রাতে ছত্তিশগড়ের রায়পুর জেলার রায়পুর-বালোদাবাজার সড়কের সারাগাঁওয়ের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ৯ জন মহিলা এবং ৪ জন শিশু। ছ’মাসের শিশুও রয়েছে সেই তালিকায়। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই। ক্ষতিপূরণও ঘোষণা করেছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হতাহতরা চাতৌদ গ্রামের একটি পরিবার অনুষ্ঠানে যোগ দিতে বানসারি গ্রামে গিয়েছিলেন। একটি ট্রাকে করে ফিরছিলেন তাঁরা। খারোড়া থানা এলাকার সারাগাঁওয়ের কাছে তাঁদের ট্রাকের সঙ্গে ট্রেলারের ধাক্কা লাগে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েন তাঁরা। স্থানীয় বাসিন্দারাই আহতদের দ্রুত উদ্ধার করে রায়পুরের ডাঃ ভীমরাও আম্বেদকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে যায় পুলিশও।

Advertisement

রায়পুরের জেলাশাসক বলেন, ‘দুর্ঘটনার পর জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল দেহগুলি। অনেকে গাড়ির নীচে চাপা পড়ে যান। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জন নিহত এবং ১৪ জন গুরুতর জখম হয়েছেন। জখমরা হাসপাতালে চিকিৎসাধীন। জেলা প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। হতাহতরা সকলেই চাতৌদ গ্রামের বাসিন্দা।’

Advertisement

রায়পুরের এসএসপি লাল উমেদ সিং বলেন, ‘ট্রাকে অন্তত ৫০ জন ছিলেন। গাড়িটি চাতৌদ গ্রাম থেকে বানসারি গ্রামে ফিরছিল। ঠিক তখনই উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রেলার গাড়িটিকে মুখোমুখি ধাক্কা মারে।’ ট্রেলার চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অভিযোগ উঠেছে, ট্রেলারটি দ্রুত গতিতে যাচ্ছিল। চালকের গাফিলতির জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।

মর্মান্তিক এই দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছে ছত্তিশগড় সরকার। মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত ১৩ জনের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। সরকার আহতদের যথাযথ চিকিৎসার বিষয়টি দেখছে বলে জানান তিনি।

এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই লিখেছেন, ‘খারোড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু এবং ১৪ জনের জখম হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক। আহতদের যথাযথ চিকিৎসা প্রদানের জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এই সঙ্কটের সময়ে, ছত্তিশগড় সরকার মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। রাজ্য সরকার নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের প্রতি ৫০ হাজার টাকা করে ত্রাণ অনুমোদন করেছে। আমি ঈশ্বরের কাছে মৃতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

Advertisement