সেন্ট্রাল ভিস্তা নির্মাণে মামলা করার দায়ে, জরিমানা এক লক্ষ

করােনা আবহে কেন্দ্রীয় সরকারের সর্ববৃহৎ প্রকল্প সেন্ট্রাল ভিস্তা নির্মাণে দিল্লি হাইকোর্ট মামলাকারীকে এক লক্ষ টাকা আর্থিক জরিমানা আদায় করার নির্দেশ দিল।

Written by SNS New Delhi | June 1, 2021 6:15 pm

(Image: Twitter/@HardeepSPuri)

করােনা আবহে কেন্দ্রীয় সরকারের সর্ববৃহৎ প্রকল্প সেন্ট্রাল ভিস্তা নির্মাণে দিল্লি হাইকোর্ট মামলাকারীকে এক লক্ষ টাকা আর্থিক জরিমানা আদায় করার নির্দেশ দিল।

সােমবার দিল্লি হাইকোর্টের বিচারপতি ডি এন প্যাটেল এবং বিচারপতি জ্যোতি সিংজ্ঞে ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি পর্বে আদালত জানায়- ‘এই মামলা উদ্দেশ্যপ্রণােদিত, তাই আর্থিক জরিমানা করা হলাে। মারণ ভাইরাস করােনা আবহে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সর্ববৃহৎ প্রকল্প। সেন্ট্রাল ভিস্তা নির্মাণে এই মামলার এই নির্দেশ দেওয়া হয়। আদালত মনে করছে- সেন্ট্রাল ভিতা অপরিহার্য, তাই প্রকল্প বন্ধ নয়। অতিমারি মধ্যে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে কাজ বন্ধতে কোন প্রশ্নই উঠেনা’ 

চুক্তি অনুযায়ী এই প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশিকা জারি করে থাকে। এই মামলায় আবেদনকারী প্রকল্পটিতে স্থগিতাদেশ জারি চেয়েছিল মারণ ভাইরাস করােনার বাড়বাড়ন্ত এর জন্য আদালত অবশ্য স্থগিতাদেশ দেয়নি, পাশাপাশি মামলাকারী পিটিশন উদ্দেশ্যপ্রনােদিত হওয়ার জন্য এক লক্ষ টাকার আর্থিক জরিমানা দিল্লি হাইকোর্টের। 

উল্লেখ্য, দিল্লি সংসদ ভবন সম্প্রসারণের জন্য সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অনুমােদন দেয় কেন্দ্রীয় সরকার। এই নিয়ে বিরােধী দলের অন্যতম মুখ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও কেন্দ্রর এই প্রকল্পের তীব্র সমালােচনা করেছিলেন। এই অর্থে দেশে বিভিন্ন জায়গায় হাসপাতালের সামগ্রিক উন্নয়ন সহ নুতন করে হাসপাতাল গড়বার দাবি তুলেছিলেন কংগ্রেস সাংসদ।