গাজিয়াবাদে পৌঁছে ভারতকে ধন্যবাদ আফগান মহিলার

বায়ুসেনার বিমানে গাজিয়াবাদ নেমে ভারতকে ধন্যবাদ জানালেন আফগান মহিলা। রবিবার আফগানিস্তান থেকে ভারতে ফিরেছেন ১৬৮ জন। তাঁদের মধ্যেই ছিলেন এই মহিলা।

Written by SNS Ghaziabad | August 23, 2021 2:42 pm

আফগান থেকে আহত মহিলা এবং শিশু (Photo:SNS)

বায়ুসেনার বিমানে গাজিয়াবাদ নেমে ভারতকে ধন্যবাদ জানালেন আফগান মহিলা। রবিবার আফগানিস্তান থেকে ভারতে ফিরেছেন ১৬৮ জন। তাঁদের মধ্যেই ছিলেন এই মহিলা। ভারতে পৌঁছে তাঁর পরিবার ও তাঁকে উদ্ধার করা জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বিমানবন্দরে নেমে তিনি বলেছেন, “আফগানিস্তানে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তাই দুই নাতি ও মেয়েকে নিয়ে ভারতে চলে এসেছি। ভারতীয় ভাই ও বােনেরা আমাদের উদ্ধার করেছেন। তালিবান আমাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে। সাহায্য করার জন্য ভারতকে ধন্যবাদ জানাই।”

শনিবারের মতাে আরও কয়েকটি ধাপে উদ্ধারকাজ চলবে বলে ভারতের বিদেশ মন্ত্রক সুত্রে খবর। মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ভারতে উদ্ধারকারী বিমান নামার আগে টুইট করে লিখেছেন, উদ্ধারকাজ চলবে। রবিবার ভারতে এসে পৌঁছছেন ১৬৮ জন। তার মধ্যে ১০৭ জন ভারতীয় রয়েছেন। কাবুল থেকে দিল্লি আসছে এই বিমানটি।