জম্মু-কাশ্মীরে হামলার ছক কষছে পাকিস্তানের জঙ্গি সংগঠন। গােয়েন্দা সূত্রের খবর, এই হামলার জন্য প্রায় ১১৮ জঙ্গি এক জায়গায় জমা হয়েছে। সীমান্ত পার করে ভারতীয় নিরাপত্তারক্ষীদের ওপর ভয়াবহ হামলার পরিকল্পনা তাদের রয়েছে বলে জানা গিয়েছে।
পাকিস্তানের গুপ্তচর সংস্থা এই জঙ্গিদের সব রকম সহায়তা দিচ্ছে বলেও খবর রয়েছে গােয়েন্দাদের কাছে। জিপিএস, নেভিগেশন সিস্টেম এমনকী শীতের পােশাক দিয়েও তারা সাহায্য করছে জঙ্গিদের।
Advertisement
গত বছর নভেম্বর মাসে এলওসির কাছে বিভিন্ন লঞ্চপ্যাডে প্রায় ১৮০ জঙ্গির উপস্থিতি ছিল। উপত্যকার বিপরীতে প্রায় ৬৫ জন জঙ্গির মুভমেন্ট লক্ষ্য করা গিয়েছে। এবার জম্মু অঞ্চলের বিপরীতে ১১৮ জন জঙ্গি জমায়েত হয়েছে বলে জানিয়েছে সেনা গােয়েন্দা এজেন্সিগুলি।
Advertisement
Advertisement



