মধ্যপ্রদেশে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের শিকার ৫০ জন 

গুজরাত, দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটকের পর এবার মধ্যপ্রদেশে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ দেখা দিল। ইতিমধ্যে কমপক্ষে ৫০ জনের দেহে এই সংক্রমণ ধরা পড়েছে।

Written by SNS Bhopal | May 13, 2021 11:23 pm

প্রতীকী ছবি (Photo: ICMR)

গুজরাত, দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটকের পর এবার মধ্যপ্রদেশে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ দেখা দিল। ইতিমধ্যে কমপক্ষে ৫০ জনের দেহে এই সংক্রমণ ধরা পড়েছে। মধ্যপ্রদেশ সরকার তা শিকারও করে নিয়েছে। 

করােনা আক্রান্তদের দেহে এই সংক্ৰমণ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বানের সরকারের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। বুধবার মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে জানানাে হয়, সংক্রমিতদের চিকিৎসার দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর জন্য বিশেষ ওয়ার্ড তৈরি করা হয়েছে হাসপাতালে। 

আর্থিকভাবে দুর্বল লােকেদের চিকিৎসার জন্য প্রয়ােজনীয় অর্থ দেবে রাজ্য। প্রাথমিকভাবে ভোপালের গান্ধি মেডিকেল কলেজ এবং জব্বলপুরের সুভাষচন্দ্র বসু মেডিকেল কলেজের দু’টি বিশেষ ওয়ার্ড খােলা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ১০ টি করে শয্যা থাকবে।