আসানসােলেও ধরা পড়ল ব্ল্যাক ফাঙ্গাস 

পশ্চিম বর্ধমান জেলার জেলা হাসপাতালে বৃহস্পতিবার প্রথম ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগী ভর্তি করা হলাে।

Written by SNS Assansol | May 28, 2021 6:08 pm

প্রতীকী ছবি (Photo: ICMR)

পশ্চিম বর্ধমান জেলার জেলা হাসপাতালে বৃহস্পতিবার প্রথম ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগী ভর্তি করা হলাে।

জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস জানান চিত্তরঞ্জন নিমতলা এলাকার বাসিন্দা জনৈক মহিলা গত ১৪ তারিখ শারীরিক অসুস্থতার কারণে কস্তুরবা গান্ধী হাসপাতালে ভর্তি করার পর করােনা পরীক্ষায় পজেটিভ রিপাের্ট আসার পর সেই হাসপাতালে থেকে চিকিৎসা চলছিল।

বুধবার থেকে চোখের নীচের অংশে কালাে ছােপ দেখতে পাওয়া যাওয়াতে জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। 

জেলা হাসপাতালে আসার পর এখানকার চিকিৎসকদের সাথে আলােচনা করে সম্ভবত ব্ল্যাক ফাঙ্গাস রােগে আক্রমণ সন্দেহে তাকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে পাঠানাে হয়। 

এই রােগের চিকিৎসার জন্য সরকার বাঁকুড়া মেডিক্যাল কলেজকে নােডাল হাসপাতাল মনােনীত করার জন্য সন্দেহজনক রোগীকে মেডিক্যাল কলেজে পাঠানাে হচ্ছে।