• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

জিমে শরীরচর্চার পরেই মৃত্যু ৩৭ বছরের যুবকের

জিমে শরীরচর্চার ঠিক পরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ৩৭ বছরের যুবক। মৃতের নাম মিলিন্দ কুলকার্নি। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড়ে।

জিমে শরীরচর্চার ঠিক পরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৩৭ বছরের এক যুবক। মৃতের নাম মিলিন্দ কুলকার্নি। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড়ে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে নিয়মিত শরীরচর্চার জন্য জিমে গিয়েছিলেন মিলিন্দ। শরীরচর্চা শেষ করে জল খাচ্ছিলেন। এমন সময় আচমকাই জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে।

ঘটনার ভিডিও ধরা পড়েছে জিমে বসানো সিসিটিভি ক্যামেরায়। তাতে দেখা যায়, মিলিন্দ শরীরচর্চার শেষে জল খেয়ে বোতলের মুখ বন্ধ করার ঠিক পরেই হঠাৎই মাটিতে পড়ে যান। চিকিৎসকরা প্রাথমিকভাবে মনে করছেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই মিলিন্দের মৃত্যু হয়েছে। মিলিন্দ কুলকার্নি গত ছ’মাস ধরে নিয়মিত জিমে যেতেন। প্রসঙ্গত, মৃত মিলিন্দের স্ত্রী একজন চিকিৎসক। তাঁর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও লিখিত বক্তব্য প্রকাশ করা হয়নি।

Advertisement

ঘটনাটিকে ঘিরে স্বাভাবিক ভাবেই উদ্বেগ ছড়িয়েছে। কারণ চিকিৎসক মহলের মতে, সাধারণত ৬৫ বছরের বেশি মানুষদের মধ্যে হৃদ্‌রোগের আশঙ্কা বেশি থাকে। কিন্তু সাম্প্রতিক বেশ কিছু গবেষণা ও সমীক্ষা বলছে, ৩০ থেকে ৪০ বছর বয়সিদের মধ্যেও হৃদ্‌রোগে আকস্মিক মৃত্যুর ঘটনা ক্রমেই বাড়ছে। অতিরিক্ত স্ট্রেস, অনিয়ন্ত্রিত ডায়েট, ওভার ট্রেনিং বা অজ্ঞাতে হার্টের কোনও সমস্যা এর কারণ হতে পারে বলেই মনে করছেন চিকিৎসকেরা। চিকিৎসকরা শরীরচর্চা করার সময় ব্যক্তিগত সক্ষমতা অনুযায়ী ট্রেনিং নেওয়ার পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি, জিমে যাওয়া শুরু করার আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও হার্টের অবস্থা জানাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

Advertisement