• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

তীর্থ যাত্রীবাহী ট্রাক্টর উলটে পুকুরে, মৃত ৭ শিশু-সহ অন্তত ২২

লখনউ, ২৪ ফেব্রুয়ারি– ভয়ঙ্কর পথ দুর্ঘটনার সম্মুখীন উত্তরপ্রদেশের কাসগঞ্জ৷ দুর্ঘটনায় প্রাণ গেল সাত শিশু-সহ অন্তত ২২ জন তীর্থযাত্রীর৷ গুরুতর আহত অবস্থায় অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ দুর্ঘটনায় একটি ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে গেলে ডুবে মারা যান ওই ২২ জন যাত্রী৷ প্রাথমিক চিকিৎসার পর আহতদের মধ্যে দু’জনকে হাসপাতাল থেকে ছেডে় দেন চিকিৎসকেরা৷ জানা গিয়েছে, মাঘী পূর্ণিমা

লখনউ, ২৪ ফেব্রুয়ারি– ভয়ঙ্কর পথ দুর্ঘটনার সম্মুখীন উত্তরপ্রদেশের কাসগঞ্জ৷ দুর্ঘটনায় প্রাণ গেল সাত শিশু-সহ অন্তত ২২ জন তীর্থযাত্রীর৷ গুরুতর আহত অবস্থায় অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ দুর্ঘটনায় একটি ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে গেলে ডুবে মারা যান ওই ২২ জন যাত্রী৷ প্রাথমিক চিকিৎসার পর আহতদের মধ্যে দু’জনকে হাসপাতাল থেকে ছেডে় দেন চিকিৎসকেরা৷

জানা গিয়েছে, মাঘী পূর্ণিমা উপলক্ষে হরিদ্বারে গঙ্গাস্নানের জন্য ট্রাক্টরে করে যাচ্ছিলেন গ্রামের বাসিন্দারা৷ কদরগঞ্জে যাওয়ার পথেই কাসগঞ্জে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পডে় যায় ওই ট্রাক্টরটি৷ আলিগঞ্জ রেঞ্জের শালাভ মাথুর দুর্ঘটনার কথা নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে বেশিরভাগই শিশু এবং মহিলা৷ একটি গাডি়র সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়েই নিয়ন্ত্রণ হারান ট্রাক্টরের চালক৷ সঙ্গে সঙ্গে তা উলটে কর্দমাক্ত পুকুরে গিয়ে পডে়৷

এমন ঘটনা ঘটতেই স্থানীয়রা ভিড় জমান৷ স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেয়৷ পুলিশ এসে পুকুর থেকে মৃতদেহগুলি উদ্ধার করে৷ আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ৷

ঘটনার খবর পাওয়ার পর দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি৷ পুলিশ আধিকারিকদের দ্রুত উদ্ধারকাজ শেষ করতে বলেছেন মুখ্যমন্ত্রী৷ সেই সঙ্গে আহতদের যাতে চিকিৎসায় কোনও গাফিলতি না হয়, সেই বিষয়টিও সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি৷