• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

দেশে ফিরছেন চিনে আটকে থাকা ১৮ ভারতীয় নাবিক

দেশে ফিরছেন চিনে আটকে থাকা পণ্যবাহী জাহাজ এমভি আনাস্তাশিয়ার ১৮ জন নাবিক। ১৪ ফেব্রুয়ারি তারা দেশে ফিরছেন।

প্রতীকী ছবি (Photo: Getty Images)

দেশে ফিরছেন চিনে আটকে থাকা পণ্যবাহী জাহাজ এমভি আনাস্তাশিয়ার ১৮ জন নাবিক। ১৪ ফেব্রুয়ারি তারা দেশে ফিরছেন। বুধবার এমনটাই জানালেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। 

কেন্দ্রীয় মন্ত্রী টুইটে লেখেন, ‘দিনের শুরুটা ভালােই হল। এমভি আনাস্তাশিয়ায় আটকে থাকা ১৮ জন ভারতীয় নাবিক অবশেষে দেশে ফিরছেন। জাপান থেকে আজ তারা রওনা হবেন এবং ১৪ ফেব্রুয়ারি পৌছে যাবেন ভারতে। দ্রুতই তারা নিজেদের পরিবারের লােকজনদের সঙ্গে দেখাও করতে পারবেন। চিনে ভারতীয় দূতাবাসের আধিকারিকা দুরন্ত কাজ করেছেন।’

Advertisement

এর আগে গতমাসের ১৪ জানুয়ারি দেশে ফিরেছিলেন এমভি জগ আনন্দ নামে পণ্যবাহী জাহাজের ২৩ জন নাবিক। 

Advertisement

প্রসঙ্গত, জগ আনন্দ ১৩ জুন থেকে চিনের হুবেই প্রদেশের জিংট্যাং বন্দরে নােঙর করেছিল। তাতে ছিলেন ২৩ জন ভারতীয় নাবিক। এমভি আনাস্তাশিয়া ২০ সেপ্টেম্বর থেকে কাওফেইডিয়ান বন্দরে নােঙর করেছিল। সেই থেকে দু’টি জাহাজই মাল খালাসের অপেক্ষায় বন্দরে ঠায় দাঁড়িয়ে ছিল।

Advertisement