ভারতীয় চিকিৎসক মহলে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে কলকাতা। ভারতীয় মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর ইতিহাসে এই প্রথমবার প্রায় সকল জীবিত প্রাক্তন জাতীয় সভাপতি একই মঞ্চে একত্রিত হতে চলেছেন। আগামী ২০ ডিসেম্বর কলকাতায় আইএমএ বেঙ্গল স্টেট ব্রাঞ্চের উদ্যোগে এই ব্যতিক্রমী অনুষ্ঠান হবে।
আইএমএ বেঙ্গল স্টেট ব্রাঞ্চ সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আইএমএ বেঙ্গল স্টেট কার্যালয়ে জার্নাল অফ আইএমএ, জিমা এবং আইএমএ বেঙ্গল স্টেটের যৌথ উদ্যোগে একটি বিশেষ ‘ওরেশনস অ্যান্ড সায়েন্টিফিক কনক্লেভ’ আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা প্রায় ১২ জন প্রাক্তন জাতীয় সভাপতি অংশগ্রহণ করবেন। তাঁরা প্রত্যেকে আন্তর্জাতিক স্তরে ভারতের চিকিৎসক সমাজকে প্রতিনিধিত্ব করেছেন এবং বিভিন্ন সময়ে নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
Advertisement
এদিন সকাল ৯টায় প্রাক্তন জাতীয় সভাপতি এবং চিকিৎসক প্রতিনিধিরা একসঙ্গে প্রয়াত ডা. বিধানচন্দ্র রায়ের বাড়িতে শ্রদ্ধা নিবেদন করবেন। আইএমএ বেঙ্গল স্টেটের রাজ্য সম্পাদক তথা আইএমএ-র প্রাক্তন জাতীয় সভাপতি ডা. শান্তনু সেন জানান, এই অনুষ্ঠান ভারতীয় চিকিৎসক সমাজের ঐতিহ্য, ঐক্য এবং গৌরবের প্রতিফলন।
Advertisement
Advertisement



