বেঙ্গালুরু, ২৮ জুন – কর্নাটকে বাস দুর্ঘটনায় মৃত্যু হল ১৩ জনের। বেঙ্গালুরু-পুণে জাতীয় সড়কে পথ-দুর্ঘটনা ঘটে। যাত্রীবোঝাই বাসটি শুক্রবার ভোররাতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে বলে অভিযোগ। ওই বাসে ১৭ জন ছিলেন। কর্নাটকের বেলগাবী জেলায় তীর্থযাত্রায় গিয়েছিলেন বাসটির যাত্রীরা। সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে । চার জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে গাড়ির চালক এবং হেল্পার ছাড়াও ছিলেন ।
কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিকভাবে অনুমান , সারা রাত গাড়ি চালিয়ে সকালের দিকে চালক ক্লান্ত হয়ে পড়ায় সম্ভবত তিনি ঘুমিয়ে পড়েন। আর সেই কারণেই এই দুর্ঘটনা ঘটে ।
Advertisement
Advertisement
Advertisement



