• facebook
  • twitter
Thursday, 31 July, 2025

শিয়ালদহ বিভাগের টিকিট পরীক্ষকদের জন্য বিশেষ পরিচয় ব্যাজ চালু

টিকিট ছাড়া প্রায়ই ট্রেনে যাত্রা করেন বহু যাত্রী। এক্ষেত্রে সেই টিকিট পরীক্ষকদের জন্য বিশেষ ব্যবস্থা চালু করেছে শিয়ালদহ বিভাগ।

টিকিট ছাড়া প্রায়ই ট্রেনে যাত্রা করেন বহু যাত্রী। এক্ষেত্রে সেই টিকিট পরীক্ষকদের জন্য বিশেষ ব্যবস্থা চালু করেছে শিয়ালদহ বিভাগ। সম্প্রতি শিয়ালদহের বিভাগীয় রেল ম্যানেজার শ্রী রাজীব সাক্সেনা, শিয়ালদহ বিভাগের সমস্ত টিকিট পরীক্ষক কর্মীদের জন্য একটি বিশেষ লোগো সহ পরিচয় ব্যাজ চালু করেছেন। এই পদক্ষেপটি শ্রী যশরাম মীনা, সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার এর তত্ত্বাবধানে গ্রহণ করা হয়েছে।

নতুনভাবে তৈরি এই ব্যাজ এখন থেকে সকল টিকিট পরীক্ষকদের ইউনিফর্মের একটি আবশ্যিক অংশ হিসেবে গণ্য হবে। এটি ভুয়ো টিকিট পরীক্ষকদের শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই নব্য পদক্ষেপের মূল লক্ষ্য হল – যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার জন্য কর্মীদের পরিচয়কে স্পষ্ট করা এবং কর্মীদের মধ্যে দায়বদ্ধতার মানসিকতা দৃঢ় করা।

রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগটি ভারতীয় রেলের টিকিট পরীক্ষক কর্মীদের মধ্যে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে। লোগো সহ এই বিশেষ পরিচয় ব্যাজ তাঁদের কাজের দক্ষতা, স্বচ্ছতাকে যাত্রীদের কাছে তুলে ধরতে সাহায্য করবে।