বছর শেষের ছুটিতে ভ্রমণপিপাসুদের সুবিধার জন্য বড় সিদ্ধান্ত নিল রেল। দক্ষিণ পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী, ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পর্যটকদের ভিড় মাথায় রেখে পুরী, রাঁচি, কামাখ্যা-সহ একাধিক গুরুত্বপূর্ণ রুটের ট্রেন পশ্চিম মেদিনীপুরের গড়বেতা স্টেশনে বিশেষভাবে থামবে। প্রতিটি ট্রেনই গড়বেতায় ২ মিনিটের ‘টেম্পোরারি স্টপেজ’ পাবে, যাতে এই অঞ্চলের যাত্রীরাও শীতকালের পর্যটন মরসুমে সরাসরি গন্তব্যস্থানগুলিতে পৌঁছতে পারেন।
প্রসঙ্গত, শীতকাল ভ্রমণের অন্যতম সেরা সময়। এই সময়ে দিঘা, পুরী, রাঁচি, কামাখ্যা— সব জায়গাতেই পর্যটকের ভিড় বাড়ে। ইংরেজি বছরের শেষ সপ্তাহে সেই ভিড় আরও বেশি হয়। ফলে পশ্চিম মেদিনীপুরে যাত্রীদের চাহিদা পূরণে এবং গড়বেতা অঞ্চলে যাত্রীদের চাপ বিবেচনা করে রেলের এই অতিরিক্ত স্টপেজের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় মানুষজন।
Advertisement
রেল সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট দিনে নিচের ট্রেনগুলি গড়বেতায় ২ মিনিট করে থামবে, সেগুলি হল– ২৫ ডিসেম্বর ১৩৪১৭ দিঘা-মালদা টাউন এক্সপ্রেস, ১৩৪১৮ মালদা টাউন-দিঘা এক্সপ্রেস, ১৮৪১৯ পুরী-জয়নগর এক্সপ্রেস। আবার ২৭ ডিসেম্বর ১৮৪২০ জয়নগর-পুরী এক্সপ্রেস এবং ২৮ ডিসেম্বর ১৮৬২৭ হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, ১৮৬২৮ রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, ১৩৫০৬ আসানসোল-দিঘা এক্সপ্রেস, ১৩৫০৫ দিঘা-আসানসোল এক্সপ্রেস, ১৫৬৪০ কামাখ্যা-পুরী এক্সপ্রেস এই স্টেশনে থামবে। একইভাবে ২৯ ডিসেম্বর ১৮৪৪৯ পুরী-পাটনা এক্সপ্রেস, ৩০ ডিসেম্বর ১৫৬৩৯ পুরী-কামাখ্যা এক্সপ্রেস এবং ৩১ ডিসেম্বর ১৮৪৫০ পাটনা-পুরী এক্সপ্রেসও গড়বেতায় থামবে।
Advertisement
রেলের এই উদ্যোগে গড়বেতা, খড়্গপুর, মেদিনীপুর থেকে পর্যটকদের ভ্রমণ আরও সুবিধাজনক হবে বলে মনে করছেন স্থানীয়রা। বিশেষত শীতের মরসুমে পুরী, রাঁচি ও কামাখ্যার মতো জনপ্রিয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্রের চাহিদা বাড়ায় এই বিশেষ স্টপেজ যাত্রীদের যথেষ্ট উপকার করবে।
Advertisement



