• facebook
  • twitter
Tuesday, 29 July, 2025

দিল্লিতে থেকে পরিযায়ীদের বাংলাদেশে পাঠানো হয়েছে কিনা? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সরাসরি বিশদ রিপোর্ট তলব করেছে। কেন্দ্রের আইনজীবী ধীরজ ত্রিবেদীকে আদালতে সেই রিপোর্ট পেশ করতে হবে।

দিল্লি থেকে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে ‘পুশব্যাক’। বৃহস্পতিবার এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। অমিত শাহের দপ্তরের কাছে জানতে চাওয়া হয়েছে, দিল্লি থেকে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে ‘পুশব্যাক’ করা হয়েছে কিনা। সেই সঙ্গে বিষয়টির পূর্ণাঙ্গ তদারকির জন্য দিল্লির মুখ্যসচিবের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থকে। তাঁকে এই ঘটনার পুরো তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চ এই অভিযোগের গুরুত্ব বুঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সরাসরি বিশদ রিপোর্ট তলব করেছে। কেন্দ্রের আইনজীবী ধীরজ ত্রিবেদীকে আদালতে সেই রিপোর্ট পেশ করতে হবে।

তবে শুধু মাত্র দিল্লি নয়, এর আগে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর একের পর এক এই ঘটনা ঘটে চলেছে বিজেপি শাসিত একাধিক রাজ্যে। কয়েকদিন আগে পড়শি রাজ্য ওড়িশাতেও একই ঘটনা ঘটে। সেখানে কয়েকজন ফেরিওয়ালাকে বাংলাদেশি সন্দেহে আটক করে ওড়িশা পুলিশ। পরে পশ্চিমবঙ্গ সরকারের তৎপরতায় তাঁদের ঘরে ফেরানো হয়।  ওড়িশায় পরিযায়ী শ্রমিক আটক নিয়ে একটি পৃথক মামলায় কলকাতা হাইকোর্ট রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছিল ওড়িশার মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ করে জানতে হবে কেন তাঁদের আটক করা হয়েছে? কোন ধারায় মামলা রুজু হয়েছে? ওই শ্রমিকদের কোথায় রাখা হয়েছে? এদিন আদালত সেই প্রসঙ্গ তুলে জানতে চায়— দিল্লির মামলাটির মধ্যে পার্থক্য কোথায়? কারণ এখানে অভিযোগ আরও গুরুতর, বলা হচ্ছে তাঁদের অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

News Hub