• facebook
  • twitter
Thursday, 31 July, 2025

২০২৬-এ হিন্দু ভোট একজায়গায় করতে মরিয়া বিজেপি

জোরকদমে প্রচার শুরু বাঁকুড়ায়

ফাইল চিত্র

২০২৬-এ রাজ্যের ক্ষমতা দখলের লক্ষ্যে কট্টর হিন্দুত্ব নীতি গ্রহণ করতে চলেছে বিজেপি। লক্ষ্য একটাই, হিন্দু ভোট জড়ো করে বিজেপির ভোট বাক্সে ফেলা। বাঁকুড়ায় ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই জেলার বিভিন্ন প্রান্তে দেওয়ালে দেওয়ালে হিন্দুত্বের বার্তা প্রচার করা হচ্ছে। শুধু তাই নয়, বাঁকুড়ার ১ নম্বর ব্লকে হিন্দুত্ব নিয়ে তৃণমূলকে আক্রমণ করে চলেছে গেরুয়া শিবির। ধর্ম নিয়ে তৃণমূলের তোষণ নীতির প্রতিবাদে এই প্রচার কর্মসূচি বলে দাবি করেছে স্থানীয় বিজেপি।

সূত্রের খবর, ২০১৯ সালের লোকসভা ভোট এবং ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলায় বিজেপি ভাল ফল করলেও পঞ্চায়েত, পুরসভা এবং ২০২৪-এর লোকসভা ভোটে এইসব অঞ্চলে গেরুয়া শিবিরের পায়ের তলার মাটি সরে গিয়েছে। প্রসঙ্গত সম্প্রতি বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ‘মোল্লাদের সরকার’ বলে কটাক্ষ করতেই বোঝা গিয়েছিল, মুসলিম ভোটকে একেবারেই তোয়াক্কা করছেন না শুভেন্দুরা অধিকারী।

যদিও এই বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত নয় রাজ্যের শাসকদল তৃণমূল শিবির। তবে বামেদের অভিযোগ, এই দুই দলই ধর্ম নিয়ে রাজনীতি করছে। তারা মানুষের কথা ভাবার প্রয়োজনই মনে করে না।

উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই হিন্দু-মুসলিম ভোট ভাগাভাগি করেই নন্দীগ্রামে জয়লাভ করেছিলেন শুভেন্দু অধিকারী। এমনটাই ধারনা রাজনৈতিক পর্যবেক্ষকদের। ফের সেই হিন্দুত্ব তাস খেলতে চাইছে বিজেপি। এই ইস্যুকে সামনে রেখেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঘুঁটি সাজাচ্ছে রাজ্যের গেরুয়া শিবির।

News Hub