• facebook
  • twitter
Tuesday, 19 August, 2025

২৬-এ বাংলা ও তামিলনাড়ু দখলের পরিকল্পনা শাহের, জবাব দিল তৃণমূল ও ডিএমকে

জবাবে বাংলার শাসকদল তৃণমূলের মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘এগুলো ওঁদের দিবাস্বপ্ন। এই কথাগুলো তো উনি ২০২১ সাল থেকে বলে যাচ্ছেন।'

প্রতিনিধিত্বমূলক চিত্র

২০২৬ সালে বাংলা ও তামিলনাড়ু দখলের হুঙ্কার দিলেন অমিত শাহ। দলীয় বৈঠকে এই পরিকল্পনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পাল্টা জবাব দিল বাংলার শাসকদল তৃণমূল ও তামিলনাড়ুর ডিএমকে।

রবিবার তামিলনাড়ুর মাদুরাইয়ে দলীয় কর্মী সম্মেলনে যোগ দেন অমিত শাহ। সেখানে তিনি তামিলনাড়ুর সরকারি সংস্থা তাসম্যাকের বিরুদ্ধে ওঠা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নিয়েও মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে বিঁধেছেন। শাহের দাবি, ২০২১ সালে স্ট্যালিন যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার একটিও তিনি পূরণ করতে পারেননি। এরপরই শাহ বলেন, ‘১০০ শতাংশ তামিলনাড়ুর ডিএমকে সরকার। ২০২৬ সালে বাংলা এবং তামিলনাড়ুতে এনডিএ সরকার গড়বে।’

জবাবে বাংলার শাসকদল তৃণমূলের মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘এগুলো ওঁদের দিবাস্বপ্ন। এই কথাগুলো তো উনি ২০২১ সাল থেকে বলে যাচ্ছেন। উনি একবার করে বিজেপি কর্মীদের এ রকম প্রতিশ্রুতি দিয়ে যান। তার পরে গোহারা হারেন।’ এরপরই কুণাল বলেন, ‘তামিলনাড়ুতে শুধু ওইটুকু বললেন কেন? জিতবেন বলে দাবি করেও ২০২১ সালে যে পশ্চিমবঙ্গে গোহারা হেরেছিলেন, সে কথাও তো বলা উচিত ছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও যে এখানে গোহারা হেরেছেন, সে কথাও ওখানে গিয়ে বলা উচিত ছিল।’

এদিকে শাহের তামিলনাড়ু দখলের মন্তব্য প্রসঙ্গে পাল্টা জবাব দিতে গিয়ে ডিএমকে মুখপাত্র সৈয়দ হাফিজুল্লা বলেন, ‘ক্ষুদ্র সম্ভাবনা রয়েছে, বিজেপি হয়তো আমেরিকাতেও সরকার গড়তে পারবে। কিন্তু তামিলনাড়ুতে কোনও সম্ভাবনাই নেই।’

প্রসঙ্গত, ‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার বাংলায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আলিপুরদুয়ারের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দেন। ঠিক তার পরেই শাহ এসেছিলেন বাংলায়। কলকাতার নেতাজি ইন্ডোরে কর্মী সম্মেলন করে তিনি আক্রমণ শানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তৃণমূল তার পাল্টা জবাব দিয়েছেন শাহকে। প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে সভা করে যাওয়ার পর অব্যবহিত পরেই তাঁর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মমতাও ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছিলেন, তাঁর দলও প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে।